করোনার জেরে রাজ্যে আপাতত যা যা বন্ধ থাকছে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই বিশ্বের ৭০ টির বেশি দেশ। ভারতেও এই ভাইরাসের থাবা পড়েছে। আর সাথে সাথে এই ভাইরাসকে ঠেকানোর জন্য সরকারিভাবে নানান নির্দেশিকা প্রদান করা হয়েছে। এমনকি এই ভাইরাসকে ঠেকানোর জন্য ব্রিটিশ আমলের ১৮৯৭ সালের মহামারী আইনের ২ নম্বর ধারা প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্য কয়েক দফা নির্দেশিকা রাখা হয়েছে জনগণের জন্য।

Advertisements

Advertisements

পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে একটি জরুরি বৈঠকের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। চলুন দেখে নেওয়া যাক আপাতত কি কি বন্ধ থাকছে বাংলায়।

Advertisements

১) করোনাভাইরাসের জেরে আপাতত স্থগিত করা হয়েছে পৌরসভা নির্বাচন।

২) রাজ্যের প্রতিটি স্কুল কলেজ, সরকারি হোক অথবা বেসরকারি আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। (যা আগে ঠিক করা হয়েছিল ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।)

৩) রাজ্যের প্রতিটি সিনেমা হল বন্ধ থাকবে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত। এমনকি কোন রিয়্যালিটি শোয়ের শুটিংও হবে না।

৪) রাজ্যের সমস্ত রকম অডিটোরিয়াম ও থিয়েটার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫) রাজ্যের চিড়িয়াখানায় পর্যটকদের যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

৬) ধর্মীয় স্থানে পর্যটকদের যাওয়া অথবা ভোগ বিতরণ আপাতত বন্ধ।

৭) রাজ্যের চা বাগান গুলি বন্ধ থাকবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত।

৮) রাজ্যের প্রতিটি সুইমিংপুল, স্টেডিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯) এই মুহূর্তে জঙ্গলে সাফারি করা, পাশাপাশি সুন্দরবন ভ্রমণ বন্ধ করা হয়েছে।

১০) জাতীয় গ্রন্থাগার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে রাজ্যে।

এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আলোচনা করে এই ভাইরাসের সংক্রমণ আটকাতে ব্রিটিশ আমলের মহামারী আইনের দু’নম্বর ধারা প্রয়োগ করা হবে বলেও জানান।

Advertisements