নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রাজ্যের শিক্ষকদের নিজের জেলায় পোস্টিং দেওয়া নিয়ে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষকদের খুশি করতে এই পদক্ষেপে বহু শিক্ষক উপকৃত হয়েছেন নিজের জেলায় পোস্টিং পেয়ে। তবে এখনও বহু সংখ্যক শিক্ষক নিজের জেলায় পোস্টিং পাননি। সেই সকল শিক্ষকদের সুবিধা করে দিতে বদলির আবেদন যাতে আরও সহজ হয় তার জন্য নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার।
শিক্ষকদের নিজের জেলায় পোস্টিং সংক্রান্ত বদলির আবেদন নিয়ে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন থেকে করেন। সেখানে তিনি জানান, এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘উৎসশ্রী’। আজকের কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন হলো কি রয়েছে এই প্রকল্পে?
‘উৎসশ্রী’ নামে একটি ওয়েবসাইট বা পোর্টাল লঞ্চ করতে চলেছে রাজ্য সরকার। নিজের জেলায় বাড়ির কাছে পোস্টিং চাইলে এই ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে স্থায়ী সরকারি শিক্ষকরা শিক্ষিকারা আবেদন করতে পারবেন। তবে এই পোর্টাল এবং এই প্রকল্প কবে থেকে চালু হবে তা এখনও স্পষ্ট করে জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের জেলায় নিজের বাড়ির কাছে পোস্টিং পেতে বহু শিক্ষক-শিক্ষিকাদের আবেদন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। সেসকল আবেদন খতিয়ে দেখতে এই প্রকল্প চালু করছে রাজ্য।
তবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানান, “বহু শিক্ষক শিক্ষিকা নিজের বাড়ির কাছে, জেলায় বদলি হতে চায়। একটা স্কুলে সকলে যদি এক জেলায় বদলি হতে চান, তা তো সম্ভব হবে না। তবে অ্যাডজাস্ট করে এই বদলি করা হবে।”
এই প্রকল্প চালু হলে শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই নিজেদের পোস্টিং সংক্রান্ত আবেদন করতে পারবেন। সেই আবেদন খতিয়ে দেখার পর ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য শিক্ষা দপ্তর। এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে এই সুবিধা পাওয়াই স্বাভাবিক ভাবেই খুশি শিক্ষক মহলের একাংশ।