চাকরি, অর্থ, রামপুরহাট কাণ্ডে আর কি কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রামপুরহাটের বগটুই কাণ্ডে বৃহস্পতিবার এলাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছানোর মাত্রই তিনি নিহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। আর্থিক সাহায্য থেকে চাকরি সমস্ত বিষয়ে নিহতদের স্বজনদের পাশে থাকবে রাজ্য সরকার এমনটাই ঘোষণা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি অগ্নিদগ্ধ বাড়িগুলি মেরামতি করার আশ্বাসও দেন তিনি।

গত সোমবার বগটুই গ্রামের বাসিন্দা বরশাল গ্রামের উপপ্রধান ভাদু সেখ দুষ্কৃতীদের বোমার আঘাতে নিহত হন। এই ঘটনার পরেই ওই বগটুই গ্রামে শুরু হয় দুষ্কৃতীদের তাণ্ডব। একের পর এক বাড়িতে আগুন লাগানো হয় এবং ১০ জনকে (সরকারি হিসেব অনুযায়ী ৮) মেরে ফেলা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী এবং এই সকল আশ্বাস দেন।

স্বজনহারাদের পাশে দাঁড়াতে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতি করার জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজন পড়লে আরও এক লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান। পাশাপাশি নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। এর পাশাপাশি নিহতদের পরিবার পিছু একটি করে চাকরি দেওয়ার ঘোষণা করেন।

তবে এইভাবে স্থায়ী চাকরি দেওয়া সম্ভব না হওয়ায় মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রীর কোটা থেকে এই চাকরি দেওয়া হবে। গ্রুপ ডি অ্যাটেনডেন্ট হিসাবে তাদের চাকরিতে নিয়োগ করা হবে। প্রথম বছর তারা প্রতি মাসে ১০০০০ টাকা করে বেতন পাবেন এবং পরে তাদের স্থায়ী চাকরিতে নিয়োগ করা হবে। প্রত্যেককে নিয়োগ করা হবে নিজের নিজের এলাকায়। ইতিমধ্যেই স্বজনহারাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে।

এর পাশাপাশি যারা আহত তাদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার এমনটাই ঘোষণা করেন। রামপুরহাট গভারমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি থাকা চিকিৎসাধীন মহিলার ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। তাকে এই মুহূর্তে অন্যত্র নিয়ে যাওয়া অসম্ভব হওয়ায় কলকাতা থেকে বিশেষ চিকিৎসক দল আসবে তার চিকিৎসার জন্য। ওই মহিলাকে এক লক্ষ টাকা ও বাকি আহত দুই শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়।