লকডাউনে ভারতে প্রথম বাংলাতে অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যও হোম ডেলিভারির অনুমতি

নিজস্ব প্রতিবেদন : মোদীজি বলেই দিয়েছিলেন যে লকডাউনের মধ্যেও মানুষ যাতে অত্যাবশ্যকীয় পণ্য পায় সে ব্যাপারে রাজ্য সরকারগুলিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যগুলির হোম ডেলিভারিতে ছাড় দেননি। তবে এবার অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যগুলির হোম ডেলিভারিতে ছাড় দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

লকডাউনের মধ্যে সমগ্র রাজ্যের মানুষের সুবিধার কথা ভেবেই পশ্চিমবঙ্গ সরকার সোমবার নবান্নে জানান, এতদিন অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে হোম ডেলিভারীতে ছাড় ছিলো। এবার থেকে জরুরি নয় এমন পণ্যের ক্ষেত্রেও ডেলিভারিতে ছাড় দেওয়া হবে। এর ফলে মানুষ আরও উপকৃত হবেন। ধরুন আমায় একটা ছোট ইলেকট্রনিক্সের জিনিস কিনতে হবে, তাহলে এবার থেকে তা কেনা যাবে। সব জিনিসপত্র অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবেন। এটা একটা মডেল।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে এদিন আরও বলেন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যে রাজ্য এই পদক্ষেপ গ্রহণ করলো। এর ফলে রাজ্যের মানুষ উপকার পাবেন। লকডাউনের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্যগুলিতে ছাড় দেওয়া হয়ে আসছিল এতদিন ধরে। এই প্রথম নন এসেনশিয়াল পণ্যেও ছাড় দেওয়া হচ্ছে। এবং এই ছাড় দেওয়ার এই সিদ্ধান্তটি প্রথম বাংলায় গ্রহণ করল। এবার আপনার কোনো জিনিস পত্রের দরকার হলে সেগুলো দোকানে ফোন করে বা অনলাইনে অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রে হোম ডেলিভারির ক্ষেত্রেও ছাড় পাবেন। ফলে প্রয়োজনের অতিরিক্ত মানুষের বাইরে বেরোনোর প্রবণতা কমে যাবে। লকডাউন সফল করতে এটি সাহায্য করবে।