নিজস্ব প্রতিবেদন : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বাহিনী ঘেরাও করার নিদান দিয়েছিলেন। আর তারপরেই আমরা দেখেছিলাম শীতলকুচির মতো ঘটনা। আর এবার ফের তৃণমূল সুপ্রিমো থানা ঘেরাও করার নিদান দিলেন যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। থানা ঘেরাও করার নিদান তিনি শনিবার বোলপুরে সাংবাদিক বৈঠক করার সময় কর্মীদের দেন।
বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এদিন সাংবাদিক বৈঠক করার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন। তৃণমূলের বিরুদ্ধে কমিশন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে বলে তার অভিযোগ। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সাংবাদিকদের সামনে তুলে ধরেন। যেখানে নির্বাচনী ও পুলিশ পর্যবেক্ষক ছাড়াও জেলার ডিএম, এসপিদের হোয়াটসঅ্যাপ রয়েছে বলে তিনি দাবি করেন।
মূলত তিনি এদিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে তৃণমূলের বুথ কর্মীদের গ্রেপ্তার এবং আটক করার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তাঁর অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির তাবেদারী করছে। আর এখানেই তিনি বলেন ভোটের দিন বা আগে যদি বেআইনিভাবে তৃণমূলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয় তাহলে পরিবারের সদস্যরা থানা ঘেরাও করবে। অন্যদিকে তিনি এই সকল অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন বলেও দাবি করেছেন।
[aaroporuntag]
আর এই নিদানের পরিপেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পাল্টা জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে এসে থানা ঘেরাও করার পরামর্শ দিয়েছেন। উনি নিজেকে বাংলার মেয়ে বলেন। কিন্তু এমন সংস্কার বাংলার মেয়ে অথবা বাংলার পরিবারে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভঙ্গ করেছেন। আসলে উনি জানেন এই নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। দিদি কেন বোলপুরে এসে বললেন থানা ঘেরাও করতে? গু’ন্ডারা’জ এখন?”