‘সব আলু নিয়ে পালিয়ে যাচ্ছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিনিয়ত বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। মানুষ যে আলুসিদ্ধ ভাত খেয়ে থাকবেন তার পর্যন্ত জো নেই বর্তমানে। খোলাবাজারে আলুর দর ৪০ টাকার বেশি, একইভাবে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। আর এই আলুর দাম বৃদ্ধি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

Advertisements

বাঁকুড়ার খাতড়ায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে বলেন, “এই যে জিনিসপত্রের দাম বাড়ছে তার জন্য কে দায়ী? আগে আলু, পেঁয়াজ, পটল রাজ্যের অধীনে ছিল। এখন দিল্লির সরকার আলুর সরকার। ওরা আপনাদের খেতে দিচ্ছে না, সব আলু নিয়ে পালিয়ে যাচ্ছে। চাষীদের, দলিতদের, সংখ্যালঘুদের সব কেড়ে নেবে। আর ক্ষমতায় এলেই বলবে এনআরসি চায়। বাংলা থেকে বার করে দেবে।”

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মূলত নয়া কৃষি আইনের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ কেন্দ্র সরকারের নতুন এই কৃষি আইনের কারণেই সম্প্রতি অত্যাবশ্যকীয় পণ্য যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি খাদ্যশস্যের দাম বাড়ছে। কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তের কারণে এই সকল জিনিসপত্রের উপর থেকে সরকারি বিধি নিষেধ উঠে গেছে। যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান জিনিসপত্রের দাম বৃদ্ধির জন্য কেন্দ্র সরকারকে দোষারোপ করেছেন।

Advertisements