রাস্তার পাশে অসুস্থ তরুনীকে দেখে গাড়ি থামিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন তাঁর মানবিকতা। বছর আটেক ধরে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও যে কোন মুহূর্তে তিনি মানুষের জন্য পথে নামতে পারেন তা আবার প্রমাণিত করলেন তিনি। আর সেই প্রমাণ পাওয়া গেল চতুর্থীর দিন। দেবীপক্ষের মমতা ব্যানার্জি স্বয়ং মমতাময়ী।

আজ চতুর্থীর দিন পুজো উদ্বোধন করে ফেরার পথে চেতলার কাছে এক অসুস্থ তরুণীকে দেখতে পান তিনি। দেখতে পেয়েই সমস্ত প্রোটোকল ভেঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। পৌঁছে যান ওই অসুস্থ তরুণের কাছে, দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা জন্য হাত বাড়িয়ে দেন।

ঘটনাটি ঘটে যখন তিনি দক্ষিণ কলকাতার বিখ্যাত পূজামণ্ডপ সুরুচি সংঘের পুজো উদ্বোধন করে নবান্নের দিকে ফিরছিলেন। ঠিক সেসময় চেতলা থেকে বেরিয়ে দুর্গাপুর ব্রিজ ধরেন। সেসময় নিউ আলিপুরের কাছে রাস্তায় আচমকাই দেখতে পান ওই অসুস্থ তরুণীকে। তখনই তিনি গাড়ি থেকে নেমে পড়েন।

মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। মুখ্যমন্ত্রী তাকে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। নির্দেশ পেয়ে মেয়র ফিরহাদ হাকিম ওই অসুস্থ তরুণীকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। অসহায় অসুস্থ মেয়েকে মুখ্যমন্ত্রী এভাবে নিজের সাহায্য করেছেন শুনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই তরুণীর পরিবার।

তবে মুখ্যমন্ত্রীর এহেন মানবিক আচরণ এই প্রথম নয়, এর আগেও কয়েকবার তাকে দেখা গিয়েছে মানুষের পাশে ঠিক এভাবেই দাঁড়াতে। কখনো তিনি তাঁর কনভয়কে সরিয়ে রাস্তা করে দিয়েছেন যাত্রীবাহীবাস যাওয়ার জন্য, কখনো আবার ভরপুর শীতে জয়দেব মেলায় এসে নিজের পরনের শাল দিয়েছেন দুঃস্থ দরিদ্র বৃদ্ধ মহিলার গায়ে।