লন্ডন, প্যারিসের ছোঁয়া কলকাতায়, চালু হতে চলেছে হোহো বাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে সরকারে আসার আগে এবং পরে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের নানান স্বপ্ন দেখান। এই সকল স্বপ্নের মধ্যে রয়েছে কলকাতাকে লন্ডন তৈরি করা। সেই স্বপ্ন এখনো পূরণ না হলেও একাধিক ক্ষেত্রে কলকাতায় ছোঁয়া লাগছে লন্ডনের।

Advertisements

চলতি বছর দুর্গাপুজোর সময় কলকাতার শহরে চালু হয়েছে লন্ডনের মত হুড খোলা বাস। এরপর এবার কলকাতায় চালু হতে চলেছে হোহো বাস পরিষেবা। হোহো কথাটির পুরো অর্থ হলো ‘হপ-অন হপ-অফ’। এই ধরনের বাস পরিষেবা রয়েছে লন্ডন, প্যারিস, রোম, বার্সেলোনা, লিসবন এবং দুবাইয়ের মতো বড় বড় শহরে। এবার সেই বাস চালু হবে কলকাতায়।

Advertisements

এই ধরনের বাস পরিষেবার ফলে শহরের উল্লেখযোগ্য স্থানগুলিতে সহজেই পৌঁছে যান পর্যটকরা। এই পরিষেবা থাকার ফলে পর্যটকদের বিভিন্ন বিশিষ্ট জায়গা দেখার জন্য বাস নিয়ে বিভ্রান্তি হতে হয় না। কলকাতায় এই ধরনের বাস পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সূত্র যা জানা যাচ্ছে তাতে আগামী সপ্তাহেই এই বাস পরিষেবা চালু হবে।

Advertisements

এই বাস পরিষেবা চালু হবে রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে। যে বাসগুলি এই পরিষেবার জন্য রাস্তায় নামানো হবে সেই বাসগুলি হবে এসি বাস। এই বাসগুলির মধ্য দিয়ে শহরের ১৮ টি জনপ্রিয় স্থান ঘুরিয়ে দেখানো হবে। ২০ মিনিট অন্তর অন্তর তিনটি বাস এই পরিষেবার জন্য চালানো হবে।

তবে এর পাশাপাশি জানা যাচ্ছে আগামী দিনে বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে এবং ১০০ টি জনপ্রিয় স্থানে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। এমনকি এই বাসগুলি যে সকল জায়গায় নিয়ে যাওয়া হবে সেই সব রুটে বাস পরিষেবা নেই বললেই চলে। জানা যাচ্ছে ভাড়া হিসাবে একদিনের জন্য ২৫০ টাকা দিতে হবে যাত্রীদের। একবার টিকিট বুকিং করলেই হবে, বারবার টিকিট বুকিং করার প্রয়োজন নেই। প্রিন্সেপ ঘাট, মল্লিক ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারির মতো রুটে এই বাস চালানো হবে।

Advertisements