নিজস্ব প্রতিবেদন : শিয়রে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে ঘিরে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি আর তৎপরতা। রাম মন্দির উদ্বোধন করে লোকসভা নির্বাচনের লড়াইয়ে এখন অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে কংগ্রেস ন্যায় যাত্রার মাধ্যমে মানুষের কাছে আসতে চাইছে।
এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যে পিছিয়ে রয়েছে তাও নয়। তাদের তরফ থেকেও সংহতি যাত্রা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সভা, কর্মীসভার মধ্য দিয়ে ভোট টানার প্রচেষ্টা চালানো হচ্ছে। এসবের মধ্যেই বুধবার রাজ্যের এক জেলার বাসিন্দারা ৮৩৭ কোটি টাকার উপহার পেতে চলেছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্য দিয়ে এই বিপুল পরিমাণ টাকার উপহার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) নিজের হাতে এই সকল প্রকল্পের সূচনা করবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বুধবার সূচনা হবে ৫৪৭টি প্রকল্পের। এই সমস্ত প্রকল্পের জন্য মোট ৮৩৭.৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সকল প্রকল্পের মধ্যে অধিকাংশ প্রকল্প থাকছে পূর্ব বর্ধমান জেলার জন্য। কিছু কিছু প্রকল্প থাকছে পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলার জন্য। এদিন যে সকল প্রকল্পের সূচনা হবে সেইসব প্রকল্পের মধ্য দিয়ে অন্ততপক্ষে ৩ লক্ষ ৮৭ হাজার মানুষ সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্য যে সকল প্রকল্পগুলি রয়েছে সেগুলি হল বর্ধমান থেকে আরামবাগ রাস্তা (রাজ্য সড়ক-৭) ৬.৫০ কি.মি. থেকে ৩২.৬২৫ কি.মি. পর্যন্ত প্রশস্তিকরণ এবং বৃদ্ধি। খরচ ৭৮.৯৫ কোটি। এছাড়াও ২০০ জন ছেলে এবং ২০০ জন মেয়েদের জন্য নতুন হোস্টেল ভবনের নির্মাণ, যার খরচ ২১.০৬ কোটি। বিষ্ণুপুর ও পার্শ্ববর্তী এলাকায় পানীয় জলের জন্য বরাদ্দ ১৬.১১ কোটি। এরকম আরও বেশ কিছু পানীয় জলের প্রকল্পের উদ্বোধন হবে।
এদিন যে সকল প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের বাসিন্দারা উপহার পাবেন তার অধিকাংশ রাস্তা তৈরির জন্য এবং পানীয় জলের জন্য। বেশ কিছু প্রকল্প রয়েছে পড়ুয়াদের হোস্টেল সহ পরিকাঠামগত বিভিন্ন উন্নয়নের জন্য। বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলির মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে এদিন ৮৩৭ কোটি টাকার উপহার পেতে চলেছে পূর্ব ও পশ্চিম বর্ধমানের বাসিন্দারা।