করোনা ঠেকাতে মোদিকে চিঠি মমতার, লিখলেন একগুচ্ছ দাবি দাওয়ার কথা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই চিঠিতে একগুচ্ছ দাবি দাওয়া তুলে ধরলেন তিনি। চিঠিতে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। পাশাপাশি মমতার এটাও অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারের জন্য বহিরাগতদের আগমনের কারণে রাজ্যে করোনা পরিস্থিতি জটিল হচ্ছে।

Advertisements

Advertisements

চিঠিতে লেখা হয়েছে, গত ২৪ শে ফেব্রুয়ারি কেন্দ্রকে রাজ্য সরকার একটি চিঠি দিয়েছিল রাজ্যে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি গ্রহণ করার বিষয়ে। আর বিনামূল্যে সেই টিকাকরণ কর্মসূচি যাতে করা হয় তার জন্য পর্যাপ্ত টিকার সরবরাহ করার জন্য। কিন্তু সেই চিঠির উত্তর আজও মেলেনি বলে অভিযোগ মমতার। আর এর পর ফের রবিবার একটি কড়া চিঠি লিখলেন মমতা।

Advertisements

[aaroporuntag]
কেন্দ্রকে দেওয়া চিঠিতে যেসকল দাবিদাওয়াগুলি রাখা হয়েছে তার মধ্যে প্রথম হল, ৫.৪ কোটি ভ্যাকসিন সরবরাহ করা হোক। রাজ্য সরকার বর্তমানে ২.৭ কোটি ভ্যাকসিন দিতে চায়। দ্বিতীয় দাবি হিসাবে বলা হয়েছে, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রেমডিসিভিরের সরবরাহ করতে হবে। তৃতীয় দাবী হল, যত দ্রুত সম্ভব রাজ্যের চাহিদামত অক্সিজেন সরবরাহ করুক কেন্দ্র।

Advertisements