নিজস্ব প্রতিবেদন : দেশের আসল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক। এই দাবি তুলে বুধবার কেন্দ্র সরকারকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি চিঠিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য সামনে আনার জন্য কেন্দ্রকে আর্জি জানিয়েছেন।
আগামী ২০২২ সালের ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী। আর তার আগেই যাতে কেন্দ্র সরকার এই দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার অন্তর্ধান রহস্যের তথ্য সামনে আনার আর্জিও জানানো হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতার জন্য যেভাবে লড়াই করে গেছেন তা কারও অজানা নয়। তিনিই একমাত্র যোদ্ধা, স্বাধীনতা সংগ্রামী যিনি দেশকে প্রথম ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে তেরঙ্গা উড়িয়েছিলেন দেশের মাটিতে। তবে এই স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য এত কিছু করেও ঘরে ফেরেন নি বা ফিরতে পারেননি। তবে দেশের মানুষ কয়েক দশক ধরে অপেক্ষা করছেন তাঁর ফিরে আসার জন্য। আপামর দেশবাসীর আশা তিনি ফিরে আসবেন এবং দেশের শাসনভার গ্রহণ করবেন। কিন্তু তিনি গেলেন কোথায়?
দেশের এই বীরযোদ্ধাকে শেষবার দেখা গিয়েছিল ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৮ ই আগস্ট জাপানের তাইহোকু বিমানবন্দরে। তারপর থেকেই তিনি নীরবে। আর এই এত বছর ধরে তিনি কোথায় গেলেন কোথায় রয়েছেন তার রহস্য উদঘাটিত হলো না। এই রহস্যের সমাধান এর জন্য মুখিয়ে রয়েছেন দেশের আপামর জনতা। আর তাকেই যেন পুনর্বার উত্থাপিত করল মুখ্যমন্ত্রীর বুধবারের এহেন চিঠি।