নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইয়াস ভূখণ্ডে আছড়ে পড়ার আগে প্রশাসনের তরফ থেকে বারংবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কেউ যেন বাড়ি থেকে বের না হন এবং যারা নিজেদের বাড়ি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা যেন ত্রাণ শিবিরে আশ্রয় নেন।
তবে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের মাঝেই দেখা যায় বহু ব্যক্তিকে ঘোরাফেরা করতে। তাদেরই মধ্যে এক ব্যক্তিকে এক সাংবাদিক ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাইরে কেন বের হয়েছেন এই প্রশ্ন করলে ওই ব্যক্তি সোজাসাপ্টা জবাব দিয়ে বলেন, ‘আমরা না বেরোলে কাকে দেখাবেন’? আর ওই ব্যক্তির এমন জবাব আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি ওই ব্যক্তির এমন সহৃদয় মনোভাবকে ব্যঙ্গ করে অরুণ বোথরা নামে এক আইপিএস অফিসারও সাংবাদিকের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন।
ঘটনাটি ওড়িশার বালেশ্বরের। জানা গিয়েছে, বালেশ্বরে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগে ওই ব্যক্তিকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘জোরে হাওয়া চলছে, ঝড় আসতে চলেছে। এই সময়ে আপনি কেন বাড়ি থেকে বের হয়েছেন?’ আর এর জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আপনি বাড়ি থেকে বেরিয়েছেন তাইতো আমি বেরিয়েছি।’ তখন ওই সাংবাদিক বলেন, ‘আমরা তো খবর করছি। খবর দেখাচ্ছি।’ আর এরই পাল্টা ওই ব্যক্তি বলেন, ‘যদি আমরা না বেরোই তো আপনারা কাকে দেখাবেন?’
Such a kind hearted man. Doing so much for the humanity.
Respect. pic.twitter.com/SCB1zhA5SQ
— Arun Bothra ?? (@arunbothra) May 26, 2021
[aaroporuntag]
আর এই জবাবে সাংবাদিকের কাছে আর কোন প্রশ্ন ছিল না। আর এর পরেই ওই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দর্শকদের জন্য ওই ব্যক্তির সহানুভূতিকে কুর্নিশ জানান নেটিজেনরা। আর এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আইপিএস অফিসার অরুণ বোথরাও ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘সত্যিই দয়ালু ব্যক্তি, মানবিকতায় ভরা। শ্রদ্ধেয়।’