নিজস্ব প্রতিবেদন : এই বিশ্বে প্রতিদিন কত কি না ঘটে। সেই সকল ঘটনার মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে যেগুলি মন ছুঁয়ে যায়। ঠিক সেই রকমই মন ছুঁয়ে যাওয়া একটি ঘটনা ঘটতে দেখা গেল। এই ঘটনা শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন।
কমল সিং নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনে একটি বিজ্ঞাপন দেখেছিলেন। যে বিজ্ঞাপনে এক ব্যক্তি তার মায়ের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আর্তি জানিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে কমল ২০১ টাকা অর্থ সাহায্য দেন। এই টাকা দেওয়ার দেড় বছর পর PhonePe-তে সম্প্রতি একটি নোটিফিকেশন এসেছে এবং সেই নোটিফিকেশন অবাক করেছে কমলকে।
আসলে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি যিনি সাহায্য চেয়েছিলেন তার সততা অবাক করেছে কমলকে। এই পুরো ঘটনার কথা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কমল। যেখানে ঠিক কি কি ঘটনা ঘটেছিল তা তিনি জানিয়েছেন। সেখান থেকেই জানা যাচ্ছে, কমল ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মায়ের চিকিৎসার জন্য ২০১ টাকা পাঠিয়েছিলেন দেড় বছর আগে।
এই অর্থ সাহায্যের দেড় বছর পর ওই ব্যক্তি কমলকে সম্প্রতি ২০১ টাকা PhonePe তে পাঠিয়েছেন। হঠাৎ করে ২০১ টাকা আসার নোটিফিকেশন পেয়ে কমল যখন ফোন পে খোলেন তখন দেখতে পান, ওই নম্বরে তিনি দেড় বছর আগে ২০১ টাকা পাঠিয়েছিলেন ওই ব্যক্তির মায়ের চিকিৎসার জন্য। সেই টাকা ফেরত দিয়ে সততার নজির তৈরি করেছেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি।
কমল সেই টাকা ফেরত পেয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তার মা কেমন রয়েছেন? এর উত্তরে ঐ ব্যক্তি জানান তিনি এখন সুস্থ। এর পাশাপাশি ওই ব্যক্তি কমলকে জানিয়েছেন, তার ব্যবসা এখন ঠিকঠাক চলছে এবং তিনি সেই সময় যাদের যাদের থেকে টাকা নিয়েছিলেন তাদের সকলকেই সেই টাকা ফেরত দিচ্ছেন।
কমল সিং ওই ব্যক্তিকে এই টাকা দিয়েছিলেন ২০২১ সালের ৭ জুলাই। এতদিন পর এইভাবে টাকা ফেরত দিয়ে সততার নজির তৈরি করার পাশাপাশি এই ধরনের মানুষও আজ পৃথিবীতে রয়েছেন তাই অবাক করছে সকলকে।