নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার (Yohani Diloka de Silva) গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’-এর (Manike Mage Hithe) জনপ্রিয়তা নিয়ে বর্তমানে কোন প্রশ্নই থাকতে পারে না। এই মুহূর্তে এই গানই সোশ্যাল মিডিয়ায় অন্যতম সেনসেশন (Viral Video)। দিন যতই পেরিয়ে চলেছে ততই এই গানের জনপ্রিয়তা যেন বেড়ে চলেছে।
প্রথমদিকে এই গান তেমন জনপ্রিয় হয়ে না উঠলেও যখন এই গান ভারত বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখনই তা জনপ্রিয়তার শিখরে উঠে যায়। আর এই গান জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলিউড টলিউড সেলিব্রেটিরা সহ আমজনতা মজে ওঠেন এই গানে। তারকার ছাড়াও এই গান সাধারণ মানুষেরা নিজের নিজের মতো করে গাইতে শুরু করেছেন।
একাধিক গায়ক-গায়িকা এই গান বিভিন্ন ভাষায় গাইলেও ঢাকের তালে এই গান প্রথম গেয়ে শোনালেন বাংলার অন্যতম সঙ্গীতশিল্পী অনীক ধর। ঢাকের তালে এই গান আগে শোনা না যাওয়াই স্বাভাবিক ভাবেই অনীকের এই গান মুহুর্তের মধ্যে নজর কেড়েছে নেটিজেনদের।
দুর্গাপুজোর মহাষ্টমীতে ঢাকির থেকে ঢাক কেড়ে নিয়ে অনীক ঢাকের তালে এই গান গেয়ে নজর কেড়েছেন। নিজের গলায় কেবল ‘মানিকে মাগে হিথে’ গানটি গাওয়াই নয়, পাশাপাশি ঢাকে কাঠি দিয়ে নিজেই বাজিয়েছেন ঢাক। অর্থাৎ গান গাওয়ার পাশাপাশি নিজেই দিয়েছেন মিউজিক।
এই গানের জনপ্রিয়তা এতটাই যে গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে এই গানটি এর আগে পর্যন্ত শোনা গিয়েছে অরিজিনাল থেকে রিমিক্স বিভিন্ন ভার্সনে। কিন্তু ঢাকের আওয়াজের সঙ্গে এই গান এর আগে কেউ শুনেনি। স্বাভাবিকভাবেই ঢাকের তালে এই গান আলাদা ভাবে ঝড় তুলেছে। অন্যদিকে নেটিজেনরা এই গান শোনার পর অনীক ধরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।