‘মানিকে মাগে হিথে’-র সুরে বাংলায় ‘সুকুমারী’, নজির অর্পণ সিজির

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিথে’ গান এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ২৮ বছর বয়সী তরতাজা তরুণী গায়িকা ইয়োহানি ডি’সিলভার এই একটি গানেই জীবনের মোড় ঘুরে গেছে। গানটি অবশ্য প্রথম দিকে লঞ্চ হওয়ার সময় তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু যখনই তা ভারত এবং বাংলাদেশ ছড়িয়ে পড়ে আর দেখে কে!

Advertisements

Advertisements

ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’ এতটাই জনপ্রিয় হয়ে পড়েছে বর্তমানে এই গান খুদে থেকে বুড়ো সকলকেই গাইতে দেখা যাচ্ছে। তবে হয়তো অনেকেই সেই গানের অনুকরণ করেছেন। কেউ এটিকে নিজের মত বাংলা ভাষায় গিয়েছেন, কেউ আবার হিন্দিতে কেউ আবার ভোজপুরি ভাষায়। মূলত গানের সুর এবং তাহলে কি রেখে এই অনুবাদ করা হচ্ছে।

Advertisements

তবে শুধু ‘মানিকে মাগে হিথে’ গানের অনুরাগীরাই যে এই গান গাইছেন তা নয়, অমিতাভ বচ্চনের মত তাবড় তাবড় বলিউড সেলিব্রিটিরাও এই গান নিয়ে মজেছেন, তারা নানান ধরনের রিল ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে এইসকল সেলিব্রিটি এবং আমজনতার পাশাপাশি গায়ক-গায়িকারাও এই রীতিমতো মজেছেন এই গানে। এই সকল গায়ক-গায়িকাদের মধ্যে অন্যতম হলেন অর্পণ চক্রবর্তী।

অর্পণ চক্রবর্তী ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’ গানের সুরে নতুন একটি গান লঞ্চ করেছেন। যা হলো ‘সুকুমারী’। এই গানটিও সোশ্যাল মাধ্যমে আপলোড হতেই ভাইরাল হয়েছে, বহু মানুষের মন জয় করেছে। ‘মানিকে মাগে হিথে’-র সুরে ফুটে উঠেছে ‘তোর মনের গহীন গানে কাজল কালো জানে আমি কী যে করি… প্রেমের জালে জড়িয়ে এখন মন বেহায়া হল কখন, আমি তা বুঝিনি’।

গায়ক অর্পণ চক্রবর্তী জানিয়েছেন, গানের সুর একই থাকলেও তার এই গানটি কোন রকম অনুকরণ নয়। গানের প্রতিটি কথায় রয়েছে নিজস্বতা। অন্যদিকে এই গানে ব়্যাপ গেয়েছেন সিজি। ব়্যাপের কথাও লিখেছেন সিজি।

Advertisements