‘মানিকে মাগে হিথে’ পৌঁছে গেল মার্কিন মুলুকে, গানে এলো ইংরেজির ছোঁয়া

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’ সিলভার (Yohani Diloka de Silva) সিংহলি ভাষায় গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ (Manike Mage Hithe) দেশ ছাড়িয়ে ভারত-বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তবে এই গানের অর্থ ঠিকঠাক বোধগম্য না হওয়ার কারণে মার্কিন মুলুকে তা সেই ভাবে জনপ্রিয়তা লাভ করে নি। কিন্তু এবার সেই বাধা পেরিয়ে এই গান ঝড় তুললো মার্কিন (USA) মুলুকেও।

সম্প্রতি সিংহলি এবং মার্কিন ইংরেজি মিশ্রিত ভাষায় এই গানটি গাইলেন মার্কিন গায়ক এরিক হেনরি হাইনরিখস। জনপ্রিয় এই গায়ক এই গানটিকে গাওয়ার পরেই ফের একবার চর্চায় চলে এলো এই গান। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই গায়ক ইয়োহানির গানটিকে একটু আলাদাভাবে গেয়েছেন।

জানা গিয়েছে, আসলে ওই গায়ক মার্কিন গায়ক হলেও থাকেন শ্রীলঙ্কাতেই। সেখানেই তিনি এই গান রেকর্ড করেছেন। গানের মধ্যে রয়েছে কিছুটা সিংহলি ভাষা এবং কিছুটা রয়েছে নিজের দেশের ভাষা। তবে এই গানের ক্ষেত্রে কথার পরিবর্তন হলেও মূল সুর একই রয়েছে। বলা যেতে পারে মার্কিন এই গায়কের গাওয়া গানটি রিমেক ভার্শন। নতুনভাবে মার্কিন গায়কের কন্ঠে এই গানটি পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইয়োহানির গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়ার পর বাংলা, হিন্দি, কাশ্মীরি সহ বিভিন্ন ভাষায় সুরে একই রেখে গানের কথা পরিবর্তন করে গেয়েছেন বহু শিল্পীরা। তবে মার্কিন ইংরেজি ভাষায় এই প্রথম এই গানটিকে এইভাবে গাইলেন কোন গায়ক।

মার্কিন এই গায়কের কন্ঠে এই গান শোনার পর শ্রোতাদের অনেকেই এই গায়কের কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছেন। আবার অনেকেই জানিয়েছেন, ইয়োহানির মত কেউ এই গান গাইতে পারেনি, আগামী দিনেও পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।