নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি শ্রীলঙ্কার সিংহলি ভাষায় ইয়োহানি ডি’ সিলভার গাওয়া গান ‘মানিকে মাগে হিঠে’ তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। সাধারণভাবে এই গান সিংহলি ভাষায় হওয়ার দরুন অনেকের পক্ষেই তা বোধগম্য না হলেও গানের সুর এবং তাল আসমুদ্রহিমাচল জনপ্রিয়তা লাভ করেছে। আর এভাবেই গানটিকেই কলকাতার এক ক্ষুদে শিশুকে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এই ক্ষুদে শিশু যে এই গান গেয়ে নেটিজেনদের মন জয় করেছে সে ‘মানু বুড়ি’ নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত। তবে তার আসল নাম হল বিদীপ্তা ঘোষ। বিদীপ্তার ডাকনাম মানু বুড়ি দিয়েই ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন তার বাবা-মা। ওই খুদে শিশু নিউটাউনের বাসিন্দা।
জানা গিয়েছে, ওই খুদে শিশুর বাবা বিজয় ঘোষ টলিউডে ডিওপি এবং এডিটর হিসেবে কাজ করেন। যে কারণেই তাদের রয়েছে নিজস্ব স্টুডিও। এছাড়াও রয়েছে গান রেকর্ডিং থেকে শুরু করে অন্যান্য উপযোগী সরঞ্জাম। আর এই সবের সাহায্যেই বাবার সহযোগিতায় খুদে এখন ‘মানিকে মাগে হিঠে’ গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে।
বিজয় ঘোষ জানিয়েছেন, লকডাউন চলাকালীন দেশজুড়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বেড়েছে। বহু মানুষ নিজেদের ইউটিউব চ্যানেল অথবা অন্য সোশ্যাল মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিজেদের পারফরম্যান্স দেখানো শুরু করেন। আর এসবের পরিপ্রেক্ষিতেই মানু বুড়ির নামে একটি ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। লক্ষ্য বলতে একটাই মেয়ের জীবনের প্রতিটি মুহূর্ত সেখানে তুলে ধরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মানু বুড়ি অর্থাৎ বিদীপ্তা এখনো চার বছরে পা দেয়নি। তবে এই মাসের ১৬ তারিখ অর্থাৎ ১৬ সেপ্টেম্বর সে চার বছরে পা দিতে চলেছে। তবে তার পাকা পাকা বুলিতে ঘর সব সময় মেতে থাকে। তাছাড়াও ও গান শুনতে ভালবাসে এবং পছন্দের গানে নাচতে ভালোবাসে।
সম্প্রতি নেটদুনিয়া কাঁপানো ‘মানিকে মাগে হিঠে’ গানটি অন্যান্যদের মত মন জয় করেছে মানু বুড়ির মা বাসন্তী ঘোষেরও। প্রায়শই তিনি এই গান শুনেন। আর তা থেকেই মানু বুড়ি সেই গান শুনে গানটি রপ্ত করেন এবং একটি প্যারোডি ভিডিও বানিয়ে তা ইউটিউবে আপলোড করেন বিজয় ঘোষ।
মানু বুড়ির এই ‘মানিকে মাগে হিঠে’ গান নিয়ে তৈরি দুটি ভিডিও পর্যায়ক্রমে ইউটিউবে আপলোড করা হয়। প্রথম ভিডিওটি এক লক্ষ ভিউ পার করার পর দ্বিতীয় ভিডিওটি আপলোড করা হয়। আর সেই দ্বিতীয় ভিডিওটি যেখানে মানু বুড়ির গলায় এই গান রয়েছে সেই ভিডিওটি ইতিমধ্যেই সাত লক্ষ ভিউ ছুঁইছুঁই।