নিজস্ব প্রতিবেদন : লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডে দেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন। তিনি শুধু ২৯ তম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন এমনটা নয়, পাশাপাশি তিনি প্রথম কোন ইঞ্জিনিয়ার যিনি দেশের সেনা প্রধান হলেন।
সেনাপ্রধান হওয়ার আগে মনোজ পান্ডে সহকারি সেনাপ্রধান হিসেবে কাজ করছিলেন। সেখান থেকেই সেনাপ্রধান স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বর্তমানে দেশের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান চলতি মাসের ৩০ তারিখ নিজের ২৮ মাসের সফর শেষ করবেন। এর পরেই নিজের দায়িত্ব বুঝে নেবেন মনোজ পান্ডে।
সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্ত নিয়ে তাকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১ মে থেকে সরকারিভাবে এই পদে তিনি নিজের দায়িত্ব বুঝে নেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডেকে দেশের নয়া সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হবে।’
মনোজ পান্ডে ১৯৮২ সালে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে স্নাতক হন। এরপর তিনি ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হন। তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে অপারেশন পরাক্রমে। পরে আবার তিনি ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব সামলেছেন। এর পাশাপাশি তিনি দায়িত্ব সামলেছেন আন্দামান নিকোবরের কম্যান্ডার-ইন-চিফেরও।
Lt Gen Manoj Pande becomes first engineer to be appointed as Army Chief pic.twitter.com/lHh5vWBW2G
— ANI (@ANI) April 18, 2022
এসকল একাধিক দায়িত্ব সামলানোর পর চলতি বছর ফেব্রুয়ারি মাসেই মনোজ পান্ডে সহকারি সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সরকারি সেনাপ্রধান থেকে সেনাপ্রধান স্বীকৃতি মাত্র দু’মাসের মধ্যেই নিতে চলেছে তার। কারণ এপ্রিল মাসের ৩০ তারিখ নিজের ২৮ মাসের সফর শেষ করবেন বর্তমান সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভান। এক্ষেত্রে মনোজ পান্ডে প্রথম কোন ব্যক্তি যিনি ইঞ্জিনিয়ার থেকে সেনা প্রধান হলেন।