নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা যখন দিন দিন বেড়ে চলেছে তখন জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে পূর্ণ লকডাউন জারি করার। আর এই পূর্ণ লকডাউনের প্রথম দিনেই হাওড়া ও শিয়ালদা রেলস্টেশনে দূরপাল্লার বিভিন্ন ট্রেন আসার ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। প্রথম দিন বাদে দ্বিতীয় দিনেও দেখা গিয়েছে অনেকের মধ্যে খবর ছিল না ট্রেন বাতিল হওয়ার। সেক্ষেত্রেও স্টেশনে ভিড় আর ভোগান্তি। আর এমত অবস্থায় দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি তালিকা প্রকাশ করা হলো যাতে জানানো হয়েছে কোন কোন দিন দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল থাকবে।
আগস্ট মাসে পশ্চিমবঙ্গে মোট সাতদিন পূর্ণ লকডাউন জারি করা হবে। যে দিনগুলি হল ৫ই আগস্ট বুধবার, ৮ই আগস্ট শনিবার, ১৬ই আগস্ট রবিবার, ১৭ই আগস্ট সোমবার, ২৩শে আগস্ট রবিবার, ২৪শে আগস্ট সোমবার ও ৩১শে আগস্ট সোমবার। রেলের তরফ থেকে জানানো হয়েছে এই দিনগুলিতে পশ্চিমবঙ্গে কোনো দূরপাল্লার ট্রেন আসবে না। পাশাপাশি এই দিনগুলি ছাড়াও এর সাথে অন্য কয়েকটি দিনেও বেশকিছু ট্রেন বাতিল হয়েছে। লকডাউনের দিনগুলিতে রাজ্যে দূরপাল্লার ট্রেন আসা বাতিল করা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে রেলকে আবেদন জানানো হয়। আর সেই আবেদনে সাড়া দিয়ে রেলওয়ে তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের তালিকা
০২২৪৫ হাওড়া-যশবন্তপুর স্পেশাল : এই স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে ৫, ৮, ১৬ এবং ২৩ আগস্ট।
০২২৪৬ যশবন্তপুর-হাওড়া স্পেশাল : যশবন্তপুর স্টেশন থেকে এই ট্রেনটি বাতিল করা হয়েছে ৭, ১০, ১৬, ১৮ ২৩, ২৫ এবং ৩০ আগস্ট।
০২০২১/০২০২২ : হাওড়া-বারবিল-হাওড়া স্পেশাল হাওড়া ও বারবিল স্টেশন থেকে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ শে আগস্ট বাতিল করা হয়েছে।
০২২১৪ পাটনা-শালিমার স্পেশাল : পাটনা স্টেশন থেকে ৪, ১৫, ২২ এবং ২৯ আগস্ট বাতিল করা হয়েছে।
০২২১৩ শালিমার-পাটনা স্পেশাল : শালিমার স্টেশন থেকে ৫, ১৭, ২৪, এবং ৩১ শে আগস্ট বাতিল করা হয়েছে।
০২০৭৪/০২০৭৩ ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল : ভুবনেশ্বর এবং হাওড়া স্টেশন থেকে এটি বাতিল করা হয়েছে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ শে আগস্ট।
— SouthEasternRailway (@serailwaykol) August 1, 2020
এই সকল ট্রেনগুলিকে বাতিল করা ছাড়াও রেলের তরফ থেকে ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে লকডাউন চলার জন্য। স্টপেজ তুলে নেওয়ার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথকে ছোট করে দেওয়া হয়েছে।
স্টপেজ তুলে নেওয়া অথবা যাত্রাপথ ছোট করার তালিকা প্রকাশ করা হয়েছে রেলের তরফ থেকে।