নিজস্ব প্রতিবেদন : সাধারণ মানুষের জীবনে ব্যাঙ্কের গুরুত্ব দিন দিন অপরিসীম হচ্ছে। ভারতের মতো দেশে সম্প্রতি ডিজিটাল লেনদেন বিপুলসংখ্যক বাড়লেও কোন না কোন কারনে ব্যাঙ্কের শাখার উপর নির্ভর হতে হয় গ্রাহকদের।
ব্যাঙ্কের শাখার উপর গ্রাহকদের এই নির্ভরশীলতা লক্ষ্য করে যাতে শাখা বন্ধ থাকায় গ্রাহকদের ঘুরে আসতে না হয় এবং অসুবিধার সম্মুখিন হতে না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসে ব্যাঙ্কের ছুটির তালিকা আগে থেকেই প্রকাশ করে থাকে। সেই নিয়ম অনুসারে মার্চ মাস ব্যাঙ্কের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ মাস হলেও কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা সেই তালিকা প্রকাশ করা হলো।
চলতি বছরের মার্চ মাসে রয়েছে দোল উৎসব এবং শিবরাত্রি। যে কারণে মার্চ মাসের প্রথম দিনেই বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। পশ্চিমবঙ্গ ছাড়াও গোটা দেশে মার্চ মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা। পাশাপাশি দু’দিন ব্যাঙ্ক ধর্মঘট হতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে ছুটির তালিকা খুব কম।
১ মার্চ : শিবরাত্রি, শব-ই-মিরাজ। এই দিন মুম্বই, কোচি সহ বেশকিছু এলাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩ মার্চ: লোসার উপলক্ষে গ্যাংটকে বন্ধ ব্যাঙ্ক।
৪ মার্চ : চাপতা কূট উপলক্ষে আইজলে বন্ধ ব্যাঙ্ক।
৬ মার্চ : রবিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
১২ মার্চ : মাসের দ্বিতীয় শনিবার। দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
১৩ মার্চ : দ্বিতীয় রবিবার হওয়ার দরুন দেশজুড়ে বন্ধ ব্যাঙ্ক।
১৭ মার্চ : হোলিকা দহন। এই দিন দেরাদুন, কানপুর, লখনউ-সহ একাধিক এলাকা বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৮ মার্চ : দোলযাত্রা উপলক্ষে কলকাতা সহ একাধিক এলাকায় বন্ধ ব্যাঙ্ক।
১৯ মার্চ : হোলি উপলক্ষে বিহার সহ বিভিন্ন এলাকায় বন্ধ ব্যাঙ্ক।
২১ মার্চ : নওরোজ উপলক্ষে একাধিক রাজ্যে ছুটি থাকবে ব্যাঙ্ক।
২২ মার্চ : বিহার দিবস। ব্যাঙ্ক বন্ধ থাকবে পাটনায়।
২৩ মার্চ : ভগত সিং, সুখদেব, রাজগুরুর মৃত্যুদণ্ড দিবস। এই দিন হরিয়ানায় বন্ধ ব্যাঙ্ক।
২৬ মার্চ : চতুর্থ শনিবার হওয়ার দরুন দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৭ মার্চ : রবিবার হওয়ার দরুন দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৮ ও ২৯ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন।