নিজস্ব প্রতিবেদন : মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় মেধা তালিকায় থাকা পড়ুয়াদের নিয়ে শুরু হয় নানান আলোচনা। সেই জায়গায় সেই মুহূর্তে নিজেদের লুকিয়ে রাখতে ব্যস্ত থাকে লাস্ট বেঞ্চের স্টুডেন্টরা। কারণ তাদের সেই মুহূর্তে শুনতে হয় নানান কথাবার্তা, বকাঝকা। তবে এই লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়েও একজন IAS অফিসার হওয়া যায় তা প্রমাণ করলেন তুষার।
যে তুষারের কথা বলা হচ্ছে, তিনি গুজরাতের বাসিন্দা। পুরো নাম তুষার সুমেরা। দশম শ্রেণীর পরীক্ষায় এই তুষার টেনেটুনে পাস টুকু করতে সক্ষম হয়েছিলেন। অংকে ১০০-র মধ্যে পেয়েছিলেন মাত্র ২৬। ইংরেজিতে টেনেটুনে ছিল ৩৫। বাকি অন্যান্য বিষয়েও তার নম্বর ছিল কেবলমাত্র পাশ মার্ক তোলার মতো। তার দশম শ্রেণীর মার্কশিট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে যেমন শোরগোল পড়ে গিয়েছে ঠিক তেমনই এই আইএএস অফিসার এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।
তুষার সুমেরা বর্তমানে গুজরাটের ভারুচ জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর হিসাবে নিযুক্ত রয়েছেন। তার মার্কশিট সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর সকলের মধ্যে প্রশ্ন কিভাবে এত অল্প নম্বর পেয়েও তিনি একজন আইএএস অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন? সেই প্রশ্নের উত্তর খোদ দিয়েছেন এই আইএএস অফিসার।
আসলে এই আইএএস অফিসার দশম শ্রেণীতে এমন খারাপ ফলাফল করার পর দমে যাননি। এরপর তিনি আরও মন দিয়ে পড়াশোনা শুরু করেন। নিজে নিজেই অংক এবং ইংরেজি শিখেছেন এবং ইউপিএসসির মত কঠিন পরীক্ষায় পাসও করেছেন। ওই আইএএস অফিসারের কথা অনুযায়ী, মন দিয়ে কোনো কিছু করার চেষ্টা থাকলে তাতে সফল হওয়া যায়।
Thank You Sir https://t.co/MFnZ7vSICz
— Tushar D. Sumera,IAS (@TusharSumeraIAS) June 11, 2022
এই আইএএস অফিসারের দশম শ্রেণীর মার্কশিট সোশ্যাল মিডিয়ায় আপলোড এবং ভাইরাল হওয়ার পর তা এখন বহু পড়ুয়াদের কাছেই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।