Pension for married: মাসে মাসে মিলবে ১০ হাজার টাকা! বিবাহিতদের জন্য এই সুযোগ মিস করলেই লস

Golden opportunity for married people, 10000 rupees pension will be received every month: বার্ধক্য জীবনে পেনশন হলো সব থেকে বড় সম্বল। কিন্তু অবসর গ্রহণের পর পেনশন পেতে গেলে কোন খাতে বিনিয়োগ করা লাভজনক হবে সেটা বোঝাই মুশকিল। এইসব সমস্যার সমাধান হিসেবে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে দুর্দান্ত এক স্কিম। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার প্রবীণ ব্যক্তিদের জন্য প্রথম চালু করে অটল পেনশন যোজনা। এই পেনশন যোজনা প্রথমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য চালু করলেও বর্তমানে এই সুবিধা সবাই নিতে পারে। এই খাতে বিনিয়োগ করে আপনি প্রত্যেক মাসে ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ অথবা ৫০০০ টাকা অবধি পেনশন লাভ করতে পারেন। তবে এক্ষেত্রে বিবাহিতরা কিভাবে পেনশন লাভ করবেন (Pension for married)?

APY বা অটল পেনশন যোজনার মাধ্যমে বিবাহিতরা লাভবান হতে পারবেন। যদি স্বামী স্ত্রী দুজনে আলাদা অ্যাকাউন্ট খোলেন তাহলে প্রত্যেক মাসে পেনশন হিসেবে হাতে পেয়ে যাবেন ১০০০০ টাকা (Pension for married)। এই যোজনা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা চিন্তা করে শুরু করা হয়েছিল বলে এর প্রিমিয়াম খুবই কম। আপনার জেনে নেওয়া দরকার যে, ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোন মহিলা কিংবা পুরুষ অটল পেনশন যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে।

প্রথমেই জেনে নিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি করা উচিত। যদি আপনার ব্যাংক কিংবা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সরাসরি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন আপনি। অ্যাকাউন্ট না থাকলে নতুন করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। বিবাহিতরা আলাদা আলাদা অ্যাকাউন্ট করে খুব সহজেই ১০০০০ টাকা পেনশন (Pension for married) লাভ করতে পারবেন।

কোন ব্যক্তি যদি ১৮ বছর বয়স থেকে অটল পেনশন যোজনার অন্তর্ভুক্ত হয়, তাহলে তিনি ৪০ বছর বয়স অবধি মাসে ২১০ টাকা করে জমা দিলেই মাসিক ৫০০০ টাকা করে পেনশন পাবে ৬০ বছর বয়েস পেরোলেই। এই স্কিমের মাধ্যমে স্বল্প বিনিয়োগে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত লাভ।

একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাকাউন্টই খুলতে পারবেন অটল পেনশন যোজনাতে। কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে (Pension for married)। এই স্কিমে আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন এর থেকে লাভ পাবেন তত বেশি। তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করলে আপনার বিনিয়োগ করা অর্থের পরিমাণও কম হবে।