নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের মাঝেই আবার রয়েছে বিয়ের মরশুম। তাপপ্রবাহ চললেও বিয়ে তো আর আটকে রাখা যাবে না! যে কারণে তীব্র গরমের মাঝেই চলছে বিয়ের অনুষ্ঠান।
প্যাচপ্যাচে গরমে যেমন সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায় ঠিক তেমনি আবার বিয়ের মরশুম এলেই নানান ধরনের নতুন নতুন ভিডিও ভাইরাল হতে লক্ষ্য করা যায়। ঠিক সেই রকমই এই বিয়ের মরশুমে তীব্র তাপদাহের মাঝে ভাইরাল হয়েছে।
এই ভিডিওটি অবশ্য কোন জায়গার তা জানা যায়নি। তবে বিয়ের এমন অভিনব পদ্ধতি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের এবং তা নিমেষে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ হল চাকা লাগা প্যান্ডেল। তপ্ত এই গরমের দিনে বিয়ের কাজ সারা মানে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পরিস্থিতি। তবে সেই বিয়ের কাজ সেরে ফেলার জন্য আস্ত প্যান্ডেলে চাকা লাগানো হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে, বিয়ে বাড়ির দিনে যে সকল কাজকর্ম থাকে সেই সকল কাজকর্ম সেরে ফেলার জন্য এমন চাকা লাগানো প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। দেখা যাচ্ছে সেই চাকা লাগানো প্যান্ডেল এক জায়গা থেকে অন্য জায়গায় চলেছে আর তার ছায়ায় বর এবং বরযাত্রীরা নিচে গিয়ে নিজেদের কাজ সারছেন।
Sun shade and mobile secure enclosure for barat. Innovations galore pic.twitter.com/rdxUV45Qfg
— Aviator Anil Chopra (@Chopsyturvey) April 27, 2022
চারিদিকে চাঁদি ফাটা রোদ। আর এই রোদের মধ্যে ওই চাকা লাগা আস্ত প্যান্ডেল চলেছে এক জায়গা থেকে অন্য জায়গায়। যার নিচে ঘোড়ায় সাওয়ারি করে রয়েছেন বর। এছাড়াও রয়েছে ব্যান্ডপার্টি এবং বরযাত্রীর দল। এই ধরনের প্যান্ডেল করার জন্য ওই প্যান্ডেলের চারদিকে লাগানো রয়েছে চাকা।