Seven Seater Car: ২৭ কিমি মাইলেজ, বসতে পারবেন ৭ জন, ফের ধামাকা দিতে চলেছে Maruti

Maruti is going to make a bang again by bringing seven seater car in the market: এমন অনেক মানুষ আছেন যারা গাড়ি কেনার ক্ষেত্রে উন্নত মানের সুযোগ সুবিধা সহ বেশি জন বসতে পারবেন এমন গাড়ি বেছে নিতে চান। গত বছরের মে মাসে মারুতি সুজুকি ইকো নামক সাত আসনের গাড়িটি দেশের সর্বাধিক বিক্রিত সাত আসনের গাড়ি (Seven Seater Car) রূপে চিহ্নিত হয়েছিল। দামের দিক থেকে অত্যন্ত সস্তা হওয়ার কারণে এই সেভেন সিটার গাড়িটি বিক্রির বাজারে এরটিগাকেও টেক্কা দিয়েছিল।

সেভেন সিটার (Seven Seater Car) এই গাড়িটি ফ্যামিলি ও ইউটিলিটি গাড়ির মধ্যে সেরা বিক্রি হওয়া গাড়ির মধ্যে অন্যতম। এই ধরনের সুযোগ সুবিধা যুক্ত অন্যান্য গাড়ি গুলির তুলনায় এই গাড়ির দাম আবার ৫.৫ লক্ষ টাকারও কম। বর্তমান বাজারে মারুতি ইকোর দাম শুরু হচ্ছে ৫.২৭ লক্ষ টাকা থেকে। তাই এক মাসে প্রায় ১৩ হাজার ইউনিট বিক্রি হওয়ার রেকর্ড তৈরি হয়েছে এই গাড়ির ঝুলিতে।

মারুতি ইকোর গাড়ি গুলিতে ৬ ও ৭ সিটার (Seven Seater Car) এই দুই ধরনের অপশন রয়েছে। ফ্যামিলি কার হিসেবে এটি বেশ খোলামেলা। এছাড়াও একে ব্যবসায়িক কাজেও লাগানো যায়। তাই এটি ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। মারুতি সুজুকি ইকোতে ১.২ লিটার K-Series Dual Jet, Dual VVT ইঞ্জিন আছে, যেটি ৮০.৭৬ PS পাওয়ার এবং ১০৪.৪ Nm পিক টর্ক পাওয়ার উৎপন্ন করতে সক্ষম। এর নতুন পাওয়ার ট্রেনটি আগের মডেলের চেয়েও ১০% বেশি শক্তি উৎপন্ন করতে পারে।

আরও পড়ুন 👉 Maruti Suzuki Flying Car: এবার রাস্তার বদলে আকাশে ছুটবে গাড়ি! তৈরি করছে মারুতি

এছাড়াও এই গাড়িতে পাওয়া যাবে সিএনজি অপশন। এই গাড়ির সিএনজি সহ ইঞ্জিনটি ৭১.৬৫ পিএস শক্তি এবং ৯৫ এনএম টর্ক উৎপাদন করতে করে। ৫ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে এই গাড়িতে। এআরএআই সার্টিফাইড অনুসারে এই গাড়ির ট্যুর ভেরিয়েন্টের মাইলেজ রয়েছে ২০.২০ কিমি প্রতি লিটার।

মারুতি সুজুকি ইকো গাড়িটিতে পেট্রোল ও সিএনজি উভয় ক্ষেত্রেই রয়েছে ২৭.০৫ কিমি/কেজি। প্যাসেঞ্জার ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এর কম্পাউন্ড মাইলেজ রয়েছে ১৯.৭১ কিমি প্রতি লিটার। এছাড়াও পেট্রোল ও সিএনজি উভয় ক্ষেত্রেই এর পরিমাণ ২৬.৭৮ কিমি/কেজি। জানা যাচ্ছে বর্তমানে এই গাড়িটির দাম শুরু ৫.২১ লক্ষ টাকা থেকে। তাই সাধ্যের মধ্যে সাধ পূরণ করার জন্য এই গাড়ি ক্রেতাদের কাছে যথেষ্ট আকর্ষণীয়।