নিজস্ব প্রতিবেদন : ভারতের বাজারে দিন দিন বাড়ছে যানবাহনের সংখ্যা। দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আবার বৃদ্ধি পাচ্ছে জ্বালানির দাম। আবার যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বাড়ছে পরিবেশ দূষণের মাত্রা। এই সমস্ত কিছুর সমস্যা দূর করার ক্ষেত্রে লক্ষ্য এখন বৈদ্যুতিক গাড়ি।
বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পেলে যেমন কমবে পরিবেশ দূষণের মাত্রা ঠিক সেই রকমই আবার যানবাহনের পিছনে খরচ অনেক কমে যাবে। এই সকল বিভিন্ন দিকের কথা মাথায় রেখে ভারতে প্রতিদিন বেড়ে চলেছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। চাহিদার কথা মাথায় রেখে গাড়ি প্রস্তুতকারী বিভিন্ন সংস্থাগুলি প্রতি নিয়ত তাদের বিভিন্ন ইলেকট্রিক ভার্সন গাড়ি লঞ্চ করার ঝুঁকছে। সেরকমই এবার ইলেকট্রিক ভার্সনে আসছে Maruti Omni।
বর্তমানে বাজারে যে সকল Maruti Omni চলাচল করতে দেখা যায় ঠিক সেই রকমই ইলেকট্রিক ভার্সন গাড়ির ক্ষেত্রেও দরজা-জানলা অনেকটা একই রকম রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে প্রস্তুতকারী সংস্থার তরফ থেকে। গাড়িতে দেওয়া হচ্ছে কম্প্যাক্ট ফুটপ্রিন্ট, বক্সি শেপ এবং স্লাইডিং দরজা। সামনে দেওয়া হবে এলইডি লাইট। এছাড়াও অ্যারো ফ্রেন্ডলি কিছু ফিচার দেওয়া হচ্ছে এই গাড়িতে।
যেমন ডোর হ্যান্ডেল, রিয়ার-ভিউ ক্যামেরা এবং লো-ড্র্যাগ হুইল ইত্যাদি রাখা হচ্ছে। মনে করা হচ্ছে আগের মতই এই গাড়িটি একই রকম দেখতে হলেও নতুন অবতারে এই গাড়ি লঞ্চ হবে। পাশাপাশি আশা করা হচ্ছে এই গাড়িতে আগের মতই আটজন বসার জায়গা পাবেন। এছাড়াও জানা যাচ্ছে গাড়িটি ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম হবে একবার চার্জ দেওয়া হলেই।
Maruti Omni ৩৮ বছরের পুরাতন গাড়ি এবং দীর্ঘদিন ধরে এই গাড়িটি শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল সব জায়গাতেই জনপ্রিয়। তবে ২০১৯ সালের সংস্থার তরফ থেকে এই গাড়ি প্রস্তুত করা বন্ধ করে দেয়। ১৯৮৪ সালে প্রথম লঞ্চ হওয়া এই গাড়ি একেবারে নতুন অবতারে আসবে খুব তাড়াতাড়ি বলে জানা যাচ্ছে। যদিও ঠিক কত দাম রাখা হবে এই গাড়ির তা সম্পর্কে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।