Maruti Suzuki Alto: থর জিমনি যেখানে পাত্তা পেল না, সেখানে অল্টো দেখালো খেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Maruti Suzuki Alto: বেশ কিছুদিন ধরে উত্তর ভারতের পার্বত্য এলাকা গুলিতে প্রবল তুষারপাতের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছিল হুহু করে। পর্যটকরা উত্তর ভারতের বরফ দেখতে ভিড় করলেও বরফ আবৃত রাস্তায় রীতিমতো সমস্যায় পড়ে যাচ্ছিলেন গাড়িরচালকরা আর এই সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছিল রাতারাতি। পাহাড়ি রাস্তায় ওঠানামা করতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়েছে বা ভয় পেয়ে চালকরা স্টেয়ারিং ছেড়ে রাস্তায় ঝাঁপ দিচ্ছেন এমন ভিডিও দেখা গেছে।

Advertisements

একটি নতুন ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় দুটি গাড়ি‌ মহিন্দ্রা থর ও মারুতি সুজুকির‌ জিমনি‌ কীভাবে হিমাচল প্রদেশের বরফে ঢাকা রাস্তা ধরে উপরের দিকে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই ধরনের প্রতিকূল রাস্তায় থর জিমনির মত গাড়ির চাইতে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য হিসেবে গণ্য করা যায় অল্টো (Maruti Suzuki Alto) গাড়িকে। ভিডিওতে দেখা যাচ্ছে যে দুপাশে বরফ থাকা রাস্তা ওই রাস্তা দিয়ে উপর থেকে জল নেমে আসছে যে কারণে রাস্তাটি রীতিমতো বিপদজনক হয়ে উঠছে প্রথমে একটি মহিন্দ্রাথর গাড়ি ওই রাস্তা দিয়ে উঠতে গিয়ে সমস্যায় পড়ে এবং মোটা চাকা থাকা সত্ত্বেও উপরে উঠতে গিয়ে পিছলে যেতে হয় গাড়িটিকে একই অবস্থা হয়। ওই গাড়ির পিছনে থাকা মারুতি সুজুকি জিমনি গাড়ির‌ও।‌ তার পিছনের একটি গাড়ির চাকা রীতিমত পিছলে পড়ে যেতে থাকে। ‌

Advertisements

এরপর দেখা যায় থর, জিমনির তুলনায় অনেক সস্তা ও আকারে ছোট একটা অল্টো (Maruti Suzuki Alto) গাড়ি ওই পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং বরফে ঢাকা পাহাড়ি রাস্তায় পিছিলে যাওয়ার বদলে সকলকে হতবাক করে পাহাড়ি পথের বাঁক দিয়ে কত সুন্দর ভাবে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।‌ স্বাভাবিকভাবে এই ভিডিও দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন। অনেকে বলছেন চালকের দক্ষতা রীতিমতো প্রশংসনীয়।

Advertisements

আরো পড়ুন:Car Under 2 LakhsCar Under 2 Lakhs: পকেটে রেস্ত কম, চার চাকা ঘরে নিয়ে আসুন ২ লাখ টাকারও কমে

এই ভিডিও দেখার পর প্রশ্ন উঠেছে যে থর , জিমনির মত গাড়ি যেখানে ব্যর্থ সেখানে কীভাবে অল্টোর (Maruti Suzuki Alto) মত একটা সাধারণ গাড়ি উপরে উঠে যায়? অনেকেই বলেছেন গাড়ির গুনাগুণ এর থেকেও এক্ষেত্রে চালকের দক্ষতাই মনে হচ্ছে বেশি। কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রাস্তার মাঝখান বরাবর না উঠে অল্টো গাড়িটির চালক কীভাবে রাস্তার ধার ঘেঁষে ও একই গতিতে সহজে ওই পিছিলে পথের বাধা পেরিয়ে উপরে উঠে যাচ্ছে।

ভিডিওটি দেখে অনেকে কমেন্ট করে লিখেছেন মনে হচ্ছে জিমনির মত গাড়ি গুলি আসলে কোন‌ও পর্যটকদের যারা হয়তো এই পথে প্রথম আসছেন, অন্যদিকে সম্ভবত স্থানীয় কোন ব্যক্তির গাড়ি হল অল্টো (Maruti Suzuki Alto), ওই রাস্তার সঙ্গে অনেকটাই অভ্যস্ত হওয়ার জন্য তিনি সহজেই এই পাহাড়ি পথে অতিক্রান্ত হতে পেরেছেন। কেউ আবার লিখেছেন যে , থর ও জিমনি অত্যন্ত ভালো গাড়ি এই ভিডিও থেকে প্রমাণ হয় না যে এই গাড়ি দুটো নির্ভরযোগ্য নয়। অনেক ক্ষেত্রেই চালকের দক্ষতা ফারাক তৈরি করে এক ক্ষেত্রেও তাই হয়েছে।

Advertisements