Maruti Suzuki is now going to offer this safety feature in the base model as well: সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, মারুতি সুজুকি (Maruti Suzuki) কোম্পানির তরফ থেকে যেকোনো গাড়ির স্ট্যান্ডার্ড ফিচার্স হিসেবে ৬ টি করে এয়ার ব্যাগ দেওয়া হবে। অর্থাৎ আপনার পছন্দের গাড়িটি টপ মডেলের হোক বা বেস মডেলের ৬ টি করে এয়ার ব্যাগ পাওয়া যাবে প্রত্যেকটি মডেলেই। খুব শীঘ্রই এই সুবিধা চালু করতে চলেছে মারুতি সুজুকি। বিশেষ করে অনেকগুলো গাড়ির এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট গুলিতে এই সুবিধা চালু করবে কোম্পানি।
টাটা মোটরস, হন্ডাই, কিয়া প্রভৃতি কোম্পানির গাড়িতে ইতিমধ্যে ৬ টি করে এয়ার ব্যাগ দেবার সুবিধা চালু করা হয়েছে। ৬ টি করে এয়ার ব্যাগ দেবার সুবিধা প্রদানকারী কোম্পানিগুলির তালিকায় নাম রয়েছে মাহেন্দ্র, এমজি সহ একাধিক ব্রান্ডের। পিছিয়ে নেই মারুতি সুজুকিও। এবার শুধু টপ মডেল নয় বেস মডেলের গাড়িতেও ৬ টি করে এয়ার ব্যাগের সুবিধা দেবে, মারুতি সুজুকি (Maruti Suzuki)।
এয়ার ব্যাগ গুলি গাড়ির সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে। ৬ টি করে এয়ার ব্যাগ দেওয়া হলে গাড়ির সুরক্ষা ব্যবস্থা আরো মজবুত হবে। মারুতি কোম্পানির বেশ কিছু মডেল যেমন ব্রেজ্জা, ফ্রনক্স, ব্যালেনো, মারুতি সুজুকি (Maruti Suzuki) গ্র্যান্ড ভিটারা ইত্যাদিতে ৬ টি করে এয়ার ব্যাগ দেওয়া হয়। কিন্তু সব মডেলে এই সুবিধা নেই। আপাতত জিমনি ও মারুতি ইনভিক্টের সবকটি মডেলেই ৬ টি করে এয়ার ব্যাগের সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু খুব শীঘ্রই এই সুবিধা আরো মডেল গুলিতেও চালু করা হবে বলে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন ? Plane Fare New Rules: প্লেন ভাড়ায় আর নেওয়া যাবে না এই ৭ চার্জ! বদল আনল DGCA
সুরক্ষার সাথে আপোষ করতে রাজি নন কেউই। তাই গাড়ির ক্ষেত্রেও সেফটি ফিচারস গুলিকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছে সরকার। সুরক্ষা ব্যবস্থা দুর্বল হলেই ঘটে যেতে পারে বড় কোন বিপদ। কোন দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীদের আহত হবার হাত থেকে বাঁচায় এয়ার ব্যাগ। কিন্তু গাড়িতে মাত্র ২ টি করে এয়ার ব্যাগ দেওয়া হলে, বিপদ এড়ানো সম্ভব হয় না। তাই অন্তত ৬ টি করে এয়ার ব্যাগ প্রত্যেকটি গাড়িতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে ভারতবর্ষে এই নিয়ম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা এখনও কার্যকর করা সম্ভব হয়নি। তবে গাড়ি তৈরির কোম্পানিগুলিকে ব্যক্তিগতভাবে এই নিয়ম পালন করার নির্দেশ দিয়েছে সরকার।
মারুতি কোম্পানির তরফ থেকে খুব শীঘ্রই বেশ কয়েকটি নতুন মডেলের গাড়ি বাজারে নিয়ে আসা হবে। তার মধ্যে অন্যতম হলো সুইফটের চতুর্থ জেনারেশন। গাড়িটিতে ৬ টি এয়ার ব্যাগ ছাড়াও আরো অনেক নিত্য নতুন ফিচারস যুক্ত করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়াও লঞ্চ করা হবে সাভ এবং সেডান। কম দামে ভালো মাইলেজ আর দক্ষ ইঞ্জিন পাওয়া যায় বলে মারুতি (Maruti Suzuki) গাড়ির দিকে নজর থাকে অনেকেরই। তার সাথে যদি উপরি পাওনা হিসেবে পাওয়া যায় উন্নত সুরক্ষা ব্যবস্থা তাহলে তো আর কথাই নেই। মারুতি কোম্পানির গাড়ির প্রতি মানুষের বিশ্বাস ও চাহিদা দুটোই আরো অনেক বেড়ে যাবে। এই নতুন উদ্যোগের হাত ধরে।