নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা বারংবার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন। স্বাস্থ্যবিধির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মাস্ক পরা। আর এই মাস্ক না পরলে সংক্রমণ কতটা বাড়তে পারে তার সত্যতা প্রমাণ হয়েছে একটি সমীক্ষায়।
সম্প্রতি আইআইটি বম্বের এক গবেষক তার গবেষণার মাধ্যমে এই তথ্য তুলে ধরেছেন। তার গবেষণায় যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, আমাদের হাঁচি-কাশির সময় নাক মুখ থেকে তার কণা ছড়িয়ে পড়ে বাতাসে। আর মাস্ক পরে থাকলে তা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। যে কারণে বলা হচ্ছে ভুল করেও মাস্ক খুলবেন না। তাতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় ২৩ গুণ।
গবেষণায় জানানো হয়েছে, হাঁচি-কাশির পর বাতাসে তৈরি হওয়া কফ ক্লাউড ৫-৮ সেকেন্ড থাকে। যে কারণে মাস্ক পড়ে থাকা এবং না থাকার মধ্যে আকাশ-পাতাল ফারাক লক্ষ্য করা গেছে। মাস্ক পরে থাকা সকল পক্ষের জন্য সংক্রমণ আটকাতে সুদূর প্রসারী। যে কারণে মাস্ক না পরলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি)-এর ডিরেক্টর রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, বর্তমানে করোনা আবহে টিকার থেকেও বেশি শক্তিশালী সুরক্ষা দেবে মাস্ক। তিনি মাস্ক ব্যবহারকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন।