লাভপুরের দম্পতি খুনে বিহার থেকে ধৃত মাস্টার মাইন্ড

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : লাভপুরের ঠিবা অঞ্চলের ব্রাহ্মণপাড়ায় দুই দম্পতি খুনের ঘটনায় মাসখানেকের মধ্যেই পুলিশের জালে ঘটনার মাস্টারমাইন্ড। সন্দেহ এই খুনের ঘটনায় মাস্টারমাইন্ড ওই দম্পতির কাছের আত্মীয়। খুনের ঘটনা এবং খুনের ঘটনার পর পুলিশ তদন্তে নেমে নতুন করে একজনকে গ্রেপ্তার করে এবং তাকে শনিবার বোলপুর আদালতে তোলে।

Advertisements

Advertisements

ঘটনা ২৫ সেপ্টেম্বর, বৃদ্ধ দম্পতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় প্রাক্তন রেলকর্মী ও তার স্ত্রী স্বপ্না চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা তাদের দুইজনকে ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। খুনের কারণ হিসেবে জানা গিয়েছে, পারিবারিক বিবাদ ও সম্পত্তির ভাগ বাটোয়ারা।

Advertisements

এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে বিহারের মুঙ্গের জামালপুর থেকে মৃত বৃদ্ধা স্বপ্না চট্টোপাধ্যায়ের নিজের ভাই মুকুল মুখার্জিকে গ্রেফতার করা হয়। এদিন তাকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক এসিজেএম অয়ন বন্দ্যোপাধ্যায় ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত এই খুনের ঘটনায় এর আগেই জড়িত থাকার সন্দেহে লাভপুর এলাকার দুই ব্যক্তি
দেবনাথ কোনাই ও সোমনাথ মন্ডলকে গ্রেপ্তার করেছে লাভপুর থানার পুলিশ। ধৃত এই দুজন মৃত দম্পতির বাড়িতে পরিচালকের কাজ করতেন।

Advertisements