MATATO decided to hold road show in India to save the sinking tourism industry of Maldives: কথায় আছে যাকে করি অবহেলা সেই হয় জপমালা। বর্তমানে সেই পরিস্থিতির শিকার মলদ্বীপ। যে দ্বীপরাষ্ট্র একসময় ভারত বিরোধিতা করেছিল, ভারতের সাথে সম্পর্ক খারাপ করেছিল আজ সেই দ্বীপরাষ্ট্রই পর্যটক টানতে নয়া উদ্যোগ নিতে চলেছে ভারতে। সাম্প্রতিক ইঙ্গিত দিল ভারত বিরোধীতায় লাগাম টানার। দেশের লক্ষ্মীলাভ ফিরিয়ে আনতে দিল্লি পৌঁছালো মলদ্বীপ (Maldives Tourism)। পর্যটন গোষ্ঠীর দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতে রোড-শো করার। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? তাও আবার এত দেশ থাকতে ভারতের মাটিতে?
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর মাসে ক্ষমতার স্থানান্তর ঘটে মলদ্বীপে। ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের ক্ষমতা লাভ করেন মইজ্জু। যিনি একদিকে ভারত বিরোধী আবার অপরদিকে চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সাথে সম্পর্কের টানা-পোড়েন তৈরি হয় মলদ্বীপের। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষদ্বীপ সফর চলাকালীন মোদির উদ্দেশ্যে মলদ্বীপের তিন মন্ত্রীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের অভিযোগ ওঠে।
অপরদিকে মইজ্জুর আমলে মলদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার আদেশ দেন মলদ্বীপের ক্ষমতাধীন ব্যক্তি। এই সমস্ত কিছু দেখে সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপ (Maldives Tourism) বয়কটের ডাক দেন নেটদুনিয়া ব্যবহারকারী ভারতবাসী। এমনকি বহু পর্যটক এই অপমান সহ্য করতে না পেরে মলদ্বীপ যাওয়ার টিকিট পর্যন্ত বাতিল করে দেন।
আরও পড়ুন ? North Sikkim Tour: সহজ হচ্ছে উত্তর সিকিম ভ্রমণ, অবশেষে খুলে দেওয়া হলো গুরুত্বপূর্ণ এই রাস্তা
আর সেই সময় থেকেই পরিস্থিতি খারাপ হয় মলদ্বীপের। হু হু করে কমতে থাকে পর্যটক সংখ্যা। সেই পরিস্থিতি দূর করতে অর্থাৎ ভারতীয় পর্যটক ফিরিয়ে আনতে সম্প্রতি ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসেন “মলদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর্স” বা “মাটাটো”। বৈঠকে পর্যটন গোষ্ঠীর দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় মলদ্বীপ সম্পর্কে দেশের বৃহৎ শহরগুলিতে রোড-শো করার। যার মাধ্যমে আকর্ষিত হবে ভারতীয় পর্যটকরা।
মলদ্বীপের পর্যটক আগমন সম্পর্কে প্রকাশ্য এসেছে পরিসংখ্যান। মলদ্বীপ পর্যটন দপ্তর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ১০ই এপ্রিল পর্যন্ত এই দেশে পর্যটকের আগমন ঘটেছে ৬ লক্ষ ৬৩ হাজার ২২৯ জন। তবে যে দেশ থেকে বেশি পর্যটক এসেছে তা হল চীন। যা বর্তমানে মলদ্বীপের (Maldives Tourism) সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত। এছাড়াও মলদ্বীপ পর্যটক আগমনের তালিকায় রয়েছে ব্রিটেন, রাশিয়া, জার্মানি, ইতালি এবং ভারত।