May find life in satellite Europa of Jupiter: বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যুগ যুগ ধরে গবেষণা করে আসছে যে, মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের সন্ধান আছে কিনা। এ যেন এক বিরাট প্রশ্ন। আদৌ কি কোনদিনও প্রাণের সন্ধান পাওয়া যাবে কোন গ্রহে? বিজ্ঞানীরা বহুদিন ধরেই অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা আশাবাদী অদূর ভবিষ্যতে এর সদুত্তর অবশ্যই মিলবে। একদল বিজ্ঞানী বৃহস্পতি গ্রহ নিয়ে গবেষণা চালাচ্ছিলেন এবং তারাই সন্ধান দিয়েছেন কিছু চমকপ্রদ তথ্যের (Jupiter satelite Europa)। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কি সেই চাঞ্চল্যকর তথ্য।
বহু পরিশ্রম করে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে জানান যে বৃহস্পতি গ্রহে (Jupiter satelite Europa) প্রাণীর সন্ধান না থাকলেও অবাক করে দেওয়ার মত একটি ব্যাপার রয়েছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি সৌরজগতের বাইরে একটি গ্রহে জীবনের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। যদি সত্যি বিজ্ঞানীরা কোন গ্রহে প্রাণের সন্ধান করতে পারেন সেটা হবে কে আশ্চর্যজনক এবং শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আবিষ্কার। মহাবিশ্বের এই রহস্য উদঘাটন করার জন্য ইতিমধ্যেই চেষ্টা শুরু করে দিয়েছে বহু বৈজ্ঞানিক সংস্থা।
ইতিমধ্যেই অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে কাজে লাগিয়ে করা হচ্ছে বৃহস্পতি গ্রহের চাঁদ ‘ইউরোপার’ রহস্য উৎঘাটন (Jupiter satelite Europa)। কি পাওয়া গেছে সেই গবেষণায়? অত্যাধুনিক ইনফ্রারেড ক্যামেরা ‘ইউরোপার’ বেশকিছু অতি উন্নত মানের ছবি তুলেছে। বরফের স্তরে লুকিয়ে থাকা প্রাণের সন্ধানের ইঙ্গিত পাওয়া গেছে সেই ছবি থেকে। তাহলে কি সত্যি বৃহস্পতি চাঁদে প্রাণের সঞ্চার ঘটেছে?
সাইন্স জার্নালে এই সমস্ত আবিষ্কারের কথা বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। চলতি বছর একুশে সেপ্টেম্বর সাইন্স জার্নালে প্রকাশিত হয়েছে সেই সব আবিষ্কারের কথা। দুটি আলাদা টিমের জ্যোতির্বিজ্ঞানীদের অবদান এই আবিষ্কারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির ইউরোপাতে (Jupiter satelite Europa) যে কার্বন ডাই-অক্সাইডের সন্ধান পাওয়া গেছে তার সত্যিই একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার। কার্বন কিন্তু জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপাদাগুলির মধ্যে একটি। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদানগুলির সঙ্গে স্থিতিশীল বন্ধন গঠন করতে সক্ষম কার্বন। বিশেষ বৈশিষ্ট্যের জন্য কার্বন বিভিন্ন ধরনের বৃহৎ ও জটিল অনু গঠনে সাহায্য করে।
There's carbon on Jupiter's moon Europa—and it most likely came from an ocean below the surface! https://t.co/JHZpi16cwq
In October 2024, @EuropaClipper will launch to take a closer look. You can send your name to space with it by signing up here: https://t.co/PT7fCIfkZy pic.twitter.com/RoHpe9AWxU
— NASA (@NASA) September 21, 2023
ইউরোপাতে যে প্রাণের সন্ধান থাকতে পারে এই আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছে না বিজ্ঞানীরা। তারা মনে করছে এইখানে প্রাণের সন্ধান পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিতে পারে। কঠিন বরফের স্তরের নিচে এক অন্য প্রাণের জগত হয়তো লুকিয়ে রয়েছে। কঠিন বরফ প্রাণের সন্ধান পাওয়ার আশঙ্কাকে আরো বেশি উস্কে দিচ্ছে। তবে এই কটি উপাদানই বেঁচে থাকার জন্য উপযুক্ত নয়। প্রাণের অস্তিত্ব নির্ভর করে শক্তির উৎস, জৈব পুষ্টি, জৈব অণুগুলির উপর। বিজ্ঞানীরা মনে করছেন যে, ইউরোপার রুক্ষ টারো রেজিও অঞ্চলে কার্বন-ডাই-অক্সাইডের উপস্থিতি এবং কঠিন বরফের জন্য এখানে প্রাণের সন্ধান থাকতে পারে। তবে এর জন্য প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা। তাহলেই কোন সঠিক সিদ্ধান্তে বিজ্ঞানীরা উপনীত হতে পারবেন।