নিজস্ব প্রতিবেদন : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আগামী রবিবার থেকে। যাত্রীদের চাহিদামত পুনরায় চালু হচ্ছে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার। দীর্ঘ ১১ মাস ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারের চাকা স্তব্ধ থাকার পর তা পুনরায় ট্র্যাকে আসতে চলেছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বীরভূমের মত প্রত্যন্ত এলাকার মানুষদের মধ্যে।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি বৈকাল বেলায় ০৩০৪৫ ট্রেনটি হাওড়া থেকে রামপুরহাটের দিকে রওনা দেবে। এরপর সোমবার থেকে প্রতিদিন ০৩০৪৬ রামপুরহাট হাওড়া এবং হাওড়া থেকে রামপুরহাট স্পেশাল ট্রেন হিসাবে যাতায়াত করবে। এই ট্রেনটি আপাতত স্পেশাল ট্রেন হিসাবে চালু করা হলেও তা চলবে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি অনুযায়ী।
ট্রেনটি প্রতিদিন রামপুরহাট থেকে ছাড়বে সকাল ৫:৩০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে ১১:৩৫ মিনিটে। অন্যদিকে হাওড়া থেকে ছাড়বে বিকাল ৪:২৫ মিনিটে এবং রামপুরহাট পৌঁছাবে রাত্রি ১০ টা ১৫ মিনিটে। রামপুরহাট থেকে হাওড়া যাওয়ার পথে সিউড়ি স্টেশনে পৌঁছানোর সময় হল সকাল ৬:২১ মিনিট এবং হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার পথে সিউড়ি স্টেশনে পৌঁছানোর সময় রাত ৯:১৩ মিনিট।
[aaroporuntag]
এছাড়াও পূর্বের মতোই ট্রেনের স্টপেজ রয়েছে মল্লারপুর, গদাধরপুর, সাঁইথিয়া, সিউড়ি, কচুজোড়, চিনপাই, দুবরাজপুর, পাঁচড়া, ভিমগড়, পাণ্ডবেশ্বর, উখড়া, কাজোরাগ্রাম, অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর, পানাগর, মানকর, বর্ধমান, ব্যান্ডেল এবং হাওড়া।