Mayurakshi New Bridge: সাঁইথিয়া এড়িয়ে চলার দিন অতীত! খুলে দেওয়া হল সাঁইথিয়ার স্থায়ী ব্রিজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mayurakshi New Bridge: সাঁইথিয়া এড়িয়ে চলুন! দিন কয়েক আগেও পর্যন্ত এমনই কথা শোনা যাচ্ছিল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জেলার তথা যে কোন জায়গার বাসিন্দারা এলাকার উপর দিয়ে যাতায়াতের ক্ষেত্রে। তবে এবার এমন যন্ত্রণা অতীত। কেননা এবার যে কারণে সাঁইথিয়া এড়িয়ে চলার কথা বলা হচ্ছিল সেই জায়গায় ফিরেছে স্বস্তি। আর স্বস্তি ফেরার কারণে একদিকে যেমন যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব কমলো, ঠিক সেই রকমই কমলো যানজট যন্ত্রণা।

Advertisements

আসলে ময়ূরাক্ষী নদীর উপর সাঁইথিয়ায় যে স্থায়ী ব্রিজ (Mayurakshi New Bridge) রয়েছে সেই ব্রিজের অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে ব্রিজ মেরামত করার প্রয়োজন হয়। প্রথমদিকে ব্রিজ মেরামতির জন্য বড় গাড়ি বাদ দিয়ে অন্যান্য ছোট ছোট গাড়ি পারাপারের অনুমতি দেওয়া হলেও গত ১৫ নভেম্বর থেকে তাও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। সমস্ত যানবাহনকে ময়ূরাক্ষী নদীর উপর থাকা অস্থায়ী কজওয়ের উপর দিয়ে পারাপার করানো হচ্ছিল। আর এর ফলেই শহরে তীব্র যানজটে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছিল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্যদের।

Advertisements

Advertisements

ব্রিজ মেরামতির কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে শেষ না হলেও স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্যদের কথা মাথায় রেখে ১লা জানুয়ারি ২০২৫ অর্থাৎ নববর্ষের দিন থেকেই সাঁইথিয়ার স্থায়ী ব্রিজ (Mayurakshi New Bridge) খুলে দেওয়া হয়। ইংরেজি নববর্ষের দিন থেকেই সাঁইথিয়া ব্রিজের উপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল শুরু হয়ে যায়। এই সমস্ত ধরনের যান চলাচল শুরু হয়ে যাওয়া এলাকার মানুষ থেকে শুরু করে অন্যান্যদের কাছে কতটা স্বস্তির তা বলে বোঝানো মুশকিল।

আরও পড়ুন:Hetampur Shri Gauranga TempleHetampur Shri Gauranga Temple: পিকনিকে মিলেমিশে একাকার ‘ভগবান-ভক্ত’

দেড় মাস ধরে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে এলাকার মানুষদের। বুধবার থেকে সাঁইথিয়ার স্থায়ী ব্রিজের (Mayurakshi New Bridge) উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল শুরু হওয়ায় এখন যানজট যন্ত্রণা থেকে শুরু করে ঘুরপথে যাতায়াত ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রেই এলাকার মানুষেরা স্বস্তির মুখ দেখছেন। পাশাপাশি এই ব্রিজের মেরামতির ফলে এখন আপাতত দীর্ঘ কয়েক বছর ব্রিজটি নিয়ে এলাকার মানুষদের চিন্তায় থাকতেও হবে না।

Mayurakshi New Bridge in Sainthia
নিজস্ব

এই ব্রিজটি (Mayurakshi New Bridge) মেরামতি করতে ৭ কোটি ৬৭ লক্ষ টাকা খরচ হয়েছে বলেই জানা যাচ্ছে। এখনো মেরামতির ক্ষেত্রে বেশ কিছু কাজ বাকি রয়েছে। তবে পরিস্থিতির দিকে তাকিয়ে ব্রিজের উপর দিয়ে সমস্ত রকমের যান চলাচলের অনুমতি দেওয়া হল বুধবার।

Advertisements