meaning of IBP written next to the name of railway station boards: আপনি, আমি, আমরা সবাই কখনো না কখনো ভ্রমণের উদ্দেশ্যেই হোক বা নিত্যদিনের প্রয়োজনই হোক যাতায়াতের জন্য রেল পরিষেবা অবশ্যই ব্যবহার করে থাকি। রেল পরিষেবাকে ভারতীয় পরিবহন ব্যবস্থার মেরুদন্ড বলা হয়। বহু মানুষ নিত্যদিনের যাতায়াতের জন্য রেলপথকেই বেছে নেয়। তাদের জীবনযাত্রা নির্ভর করে এই রেল পথের উপর। শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, রুজি রোজগারের জন্যও অনেকে কর্মস্থল হিসেবে রেলকে ব্যবহার করে থাকে।
এই রেল, রেল পথ আর রেল স্টেশন নিয়ে কিন্তু নানা রহস্য রোমাঞ্চকর গল্প ছড়িয়ে রয়েছে। আর তাই সেই রহস্য সমাধানে দেশবাসীর কৌতূহল বা উৎসাহ কোনটাতেই কমতি নেই। ভারতীয় রেল ১৬৩ বছরের পুরনো। আর এই দীর্ঘ যাত্রাপথে যে চিত্তাকর্ষক অজানা তথ্যে ভরা কাহিনী নিয়ে এগিয়ে চলেছে আমাদের রেল পরিষেবা তা যেকোন মানুষকে অবাক তো করবেই, সাথে রেল পথকে আরো আকর্ষণীয় করে তুলেছে মানুষের কাছে। এই পরিষেবা এখন শুধু পরিবহন ব্যবস্থা নয় ভারতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। দিনে গড়ে প্রায় ১২,৮১৭টি ট্রেন মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। প্রতিদিন প্রায় ২ কোটি ৪০ লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করে। রেল পরিষেবাকে সেই অর্থে ভারতবর্ষের লাইফ লাইন বলা যেতেই পারে।
রেল পরিষেবার এই বিপুল ব্যবস্থার মাঝে বেশ কিছু অজানা তথ্য রয়েছে। যেমন এমন অনেক রেলস্টেশন রয়েছে যেখানে নামের বোর্ডে রেলস্টেশনটির নামের পাশে আইবিপি লেখা থাকে। আপনি কি জানেন এই আইবিপি কথার অর্থ কি? যদি না জেনে থাকেন তো চলুন এই প্রতিবেদনে আমরা তারই উত্তর খুঁজবো।
আরও পড়ুন ? PH Railway Station: কেন কিছু রেলস্টেশনের নামের পাশে লেখা থাকে PH
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লাইনে এমনই একটি রেলস্টেশন দেখতে পাওয়া যায় যার নাম আহিরণ আইবিপি (Meaning of IBP Station) অবসোলিউট ব্লক সিস্টেমে দুটি স্টেশনের মধ্যে একটাই ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়। যার ফলে সেই রেল স্টেশন দুটির মধ্যবর্তী রেললাইনের ক্ষমতা সীমীত হয়ে যায়। রেললাইনের ক্ষমতা কে বাড়ানোর জন্য ইন্টারমিডিয়েট ব্লক পোষ্ট বা আইবিপি ব্যবহার করা হয় যা ব্লকটিকে দুটি ভাগে ভাগ করে দেয়।
দুটি স্টেশনের মধ্যে একই দিকে দুটি ট্রেন চলাচল করলে তাদের সুরক্ষা সুনিশ্চত করে ইন্টারমিডিয়েট ব্লক পোস্ট বা আইবিপি (Meaning of IBP Station)। এর ফলে একদিকে যেমন দুটি স্টেশনের মধ্যবর্তী লাইনের ক্ষমতা বৃদ্ধি হয় যাতে আরো অনেক বেশি ট্রেন চলাচল করতে পারে। অন্যদিকে ট্রেনের ক্রসিংয়ে দাঁড়িয়ে ট্রেন চলাচলের সময় বাঁচানো সম্ভব হয়।