ভাষা নিয়ে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার সমস্যা দূর, বাংলা ভাষাতেও রয়েছে সুযোগ

নিজস্ব প্রতিবেদন : বহু পড়ুয়া রয়েছে যাদের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়ার শখ রয়েছে। কিন্তু ভাষাগত কারণে অনেকেই তাদের শখ পূরণ করতে পারেন না। আগে কেবলমাত্র ইংরেজিতেই সর্বভারতীয় স্তরে এই ধরনের পড়াশোনার সুযোগ থাকায় অনেকেই নিজেরদের এই সকল বিভাগে যুক্ত করতে পারেন না। তবে এবার এই সমস্যা দূর হতে চলেছে।

ইংরেজি ছাড়াও দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় যাতে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন পড়ুয়ারা তার জন্য কেন্দ্রের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার মধ্য প্রদেশের ভোপালের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোন কোন ভাষায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়া যাবে তা নিয়ে তিনি জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইংরেজি ছাড়াও হিন্দি, বাংলা, তামিল, মালায়ালম, তেলুগু, মরাঠি এবং গুজরাতি ভাষায় ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির পড়ানো হবে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বইয়ের অনুবাদের কাজ শুরু হয়েছে। কিছু কিছু বইয়ের অনুবাদ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ডাক্তারি পড়াশুনোর ক্ষেত্রে হিন্দিতে এই সুযোগ ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও আটটি ভাষায় এই সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, “আজ ডাক্তারি পড়াশোনা হিন্দিতে শুরু হচ্ছে। ভবিষ্যতে আটটি আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু হবে। সেই সব বইয়ের অনুবাদের কাজ চলছে। শীঘ্রই সমস্ত পড়ুয়ারা নিজেদের মাতৃভাষায় প্রযুক্তি এবং ডাক্তারি পড়াশোনা করতে পারবেন।”

অন্য দিকে এই বিষয়টি নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, “মেডিক্যাল শিক্ষায় এই উদ্যোগ দেশের ইতিবাচক পরিবর্তন আনবে। লক্ষাধিক পড়ুয়া নিজেদের মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাবেন। আরও অনেক সুযোগ তৈরি হবে।”