জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোল পাহারায় ৫ ঘন্টা দাঁড়িয়ে থাকা মহিলার পরিচয়

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ের পশ্চিম মাতুঙ্গার তুলসি পাইপ রোডের জলমগ্ন রাস্তায় টানা ৫ ঘন্টা বৃষ্টি মাথায় দাঁড়িয়ে থেকে খোলা ম্যানহোল পাহারা দিয়ে আগস্ট মাসের ৪ তারিখ ভাইরাল হয়েছিলেন এক মহিলা। অতিবৃষ্টিতে যখন নাজেহাল অবস্থা মুম্বইয়ের, তখন ওই মহিলাকে একাকী হাতে এক লাঠি হাতে এইভাবে খোলা ম্যানহোল পাহারা দিতে দেখা গিয়েছিল। তাকে দেখা গিয়েছিল রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষকে সতর্ক করতে। যাতে করে কেউ দুর্ঘটনার সম্মুখীন না হন। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ওই মহিলাকে কুর্নিশ জানান। কিন্তু চরম কৌতুহল রেখে সেসময় ওই মহিলার কোনরকম পরিচয় পাওয়া যায়নি। অবশেষে সেই মহিলার পরিচয় পাওয়া গেলো।

Advertisements

Advertisements

The Better India নামক একটি টুইটার প্রোফাইল থেকে ওই মহিলার এমন মহৎ কর্মকাণ্ডের ভিডিও পোস্ট হয়। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি তারা ঘটনার স্থান ও কাল সম্পর্কে জানায়, মুম্বইয়ের পশ্চিম মাতুঙ্গার তুলসি পাইপ রোডের এই ভিডিও। পাশাপাশি তারা উল্লেখ করে, ওই মহিলা টানা ৫ ঘন্টা বৃষ্টি মাথায় একটি খোলা ম্যানহোলের পাশে দাঁড়িয়েছিলেন। আর দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীদের সতর্ক করে দিচ্ছিলেন যেন খোলা ম্যানহোলের কাছে না আসেন। একখানা লাঠির উপর ভর করে ওই মহিলা দাঁড়িয়ে থেকে যে কাজ করেছেন সেই কাজ একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাজের থেকে কম কিছু নয়।

Advertisements

তবে সোমবার সেই সব কৌতূহলের অবসান ঘটলো। সামনে এলো ওই মহিলার পরিচয়। ওই মহিলার পরিচয় সম্পর্কে সংবাদ সংস্থা এএনআই জানায়, আগস্ট মাসের ৪ তারিখে মুম্বইয়ের পশ্চিম মাতুঙ্গার তুলসি পাইপ রোডের জলমগ্ন রাস্তায় টানা ৫ ঘন্টা বৃষ্টি মাথায় দাঁড়িয়ে থাকা ওই মহিলার নাম কান্তা মূর্তি। পাশাপাশি ওই সংবাদ সংস্থার তরফ থেকে এটাও জানানো হয়, ওই মহিলা দাবি করেছেন তিনি সেদিন টানা ৭ ঘন্টা দাঁড়িয়েছিলেন।

কান্তা মূর্তি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, “আমি পরিবারের একমাত্র রোজগেরে মানুষ। আমার স্বামী একটি রেল দুর্ঘটনার পর প্রতিবন্ধী হয়ে পড়েন। আমি ফুল বিক্রি করি আমার পরিবারের তিন সন্তানের জীবনযাপন এবং পড়াশোনার জন্য। বাকি আরও পাঁচ সন্তানের বিয়ে হয়ে গেছে।”

দেশের জন্য, দেশের মানুষের জন্য এইভাবে কাজ করা এই মানুষটির পরিচয় এবং পেশা সম্পর্কে অবগত হওয়ার পর নেটিজেনদের প্রশংসা ও শ্রদ্ধা বেড়ে গেছে আরও কয়েকগুণ।

Advertisements