জুতো সেলাই করেন বাবা, চুড়ি বেচেঁন মা, এই যুবকের ভাগ্য ফেরালো IPL

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : আইপিএলে নিলামে কোটি কোটির লড়াইয়ে কুড়ি লক্ষ টাকার বিনিময়ে যে খেলোয়াড়কে পাঞ্জাব তুলে নিয়েছেন তিনি হলেন রমেশ কুমার। কোনো এক কোনায় অন্ধকারে তলিয়ে যাওয়া ছেলের জীবনে এই সুযোগ যেন এক লহমায় জীবন বদলে দেওয়ার সমতুল্য।

Advertisements

শ্রীলঙ্কার বিস্ময় স্পিনার সুনীল নারিন প্রথম নাইট শিবিরে যোগদান কালে তাঁকে নিয়ে চর্চা কিন্তু কম হয়নি। এরপর বিস্ময় ছেলেকে সুযোগ দিয়ে আরও এগিয়ে দিতে শাহরুখ খানের দল এই পদক্ষেপ নিলো। আইপিএলের নিলামে এই ছেলের স্বপ্ন যেন নতুন বাঁচার সুযোগ পেলো।

Advertisements

এই অবাক করা স্পিনারের সূচনা ঠিক কিভাবে সে সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। রমেশের বাবা মাঙ্গুরাম কাজের আশায় রাজস্থান ছেড়ে পাঞ্জাবের জালালাবাদে চলে যান। আর তারপর থেকেই সম্পূর্ণ পরিবারের পাঞ্জাবে থাকতে শুরু করা।

Advertisements

ক্রিকেটের প্রতি প্রেম রমেশের ছোট থেকেই কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক পরিস্থিতি। কিন্তু প্রতিভা যে কখনও থেমে থাকেনা তাই প্রমাণ করেছে রমেশ। টেনিস বলেই খেলা চালিয়ে গিয়েছে ছোট থেকেই। এমনকি এভাবেই কয়েকটি ট্রফি ও জিতে ফেলেছিল সে।

অত্যন্ত অভাবের সংসারে বাবা জুতো সেলাই করে সংসার চালায় আর মা মাইলের পর মাইল চুড়ি বিক্রি করে বেড়ায়। এমন বাড়ির ছেলে বর্তমানে আইপিএলের খেলোয়াড়। সংসারে যেন খুশির বাঁধ ভেঙেছে। ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় রমেশের একটি পারফরম্যান্স ছড়িয়ে পড়ার পরেই তার ফল হিসেবে কেকেআর রমেশকে ২০ লক্ষ টাকার বিনিময়ে কিনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

রমেশ অবশ্য ছোট থেকেই নারিনের ভক্ত। তাঁর কথায়, নারিনের খেলা দেখেই তাঁর বড়ো হয়ে ওঠা। অবশেষে নারিনের দলেই তাঁর খেলার এমন সুযোগ। এই সুযোগের পর স্বভাবতই আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন রমেশ।

Advertisements