Nashipur Rail Bridge: কবে চলবে যাত্রীবাহী ট্রেন! নশিপুর রেলসেতু নিয়ে সামনে এলো মেগা আপডেট

Antara Nag

Published on:

Advertisements

A mega update has come out regarding the running of passenger trains at Nashipur Rail Bridge: ২০২৪ এর লোকসভা ভোট শুরু হওয়ার অনেক আগেই ২ রা মার্চ কৃষ্ণনগর থেকে নশিপুর পর্যন্ত তৈরি হওয়া রেল সেতুর (Nashipur Rail Bridge) উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই রেল সেতুটি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করার দিন থেকে এখনো পর্যন্ত প্রায় আড়াই মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই রেলপথে দেখা মেলিনি একটিও যাত্রীবাহী ট্রেনের। খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisements

নশিপুর রেল সেতু (Nashipur Rail Bridge) উদ্বোধনের জন্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ২০ বছর। এই অপেক্ষার প্রহর শেষে ২০২৪ এর শুরুতে এই রেল সেতুটির কাজ শেষ হয় এবং ভার্চুয়ালি সেতুটি কে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের দিন থেকে এখনো পর্যন্ত প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে এই রেলপথে যাতায়াত করছে শুধুমাত্র পন্যবাহী ট্রেন। এখনো পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালানোর কোন পরিকল্পনাই করেনি রেল মন্ত্রক। কবে থেকে এই রেলপথে যাত্রীবাহী ট্রেন চালু হবে সে সম্পর্কে কোন তথ্যও জানাতে পারেননি তারা।

Advertisements

জিয়াগঞ্জের এক বাসিন্দা জানেন নশিপুর রেল সেতুতে (Nashipur Rail Bridge) ট্রেনের ট্রায়াল রানের দিন তারা ভেবেছিলেন এইবার হয়তো ২০ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এখন থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য একাধিক দূরপাল্লার ট্রেন যাতায়াত করবে এই রেল পথ ধরে। সেতু উদ্বোধন হলো, পণ্যবাহী ট্রেন চালু হল কিন্তু এখনও পর্যন্ত একটিও যাত্রীবাহী ট্রেন চালু করা হলো না। কোন অজ্ঞাত কারণে আবার এই সেতুর কাজ আটকে গেল কিনা তা নিয়ে চিন্তিত তারা।

Advertisements

আরও পড়ুন ? Metro Smart Card: কলকাতা মেট্রো হচ্ছে আরও স্মার্ট! নয়া ব্যবস্থা কর্তৃপক্ষের

নশিপুর রেল সেতুর (Nashipur Rail Bridge) সঙ্গে জড়িত রয়েছে মুর্শিদাবাদ বাসীদের আবেগ। দক্ষিণ বঙ্গ ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা মসৃণ করতে নশিপুর রেল সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। নশিপুর রেল সেতুতে কবে থেকে যাত্রীবাহী ট্রেন চালু করা সম্ভব এ প্রশ্নের উত্তরে রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এখনই নির্দিষ্ট কোনদিন জানানো সম্ভব নয় কর্তৃপক্ষের তরফ থেকে। কারণ, এই রেলপথে যাত্রীবাহী ট্রেন চালু করার বিষয়ে কোনো রকম নির্দেশ এখনো পর্যন্ত আসেনি রেলমন্ত্রকে তরফ থেকে।

অনেকেই বলছেন লোকসভা ভোটের জন্য তাড়াহুড়ো করে লোক দেখানো রেল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সময়ের যাঁতাকলে পড়ে রেল সেতুর গ্যারান্টি কার্ডেরও এক্সপায়ারি ডেট চলেই এলো প্রায়। মুর্শিদাবাদ রেলওয়ে পেসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে নশিপুর রেল সেতুতে (Nashipur Rail Bridge) যাত্রীবাহী ট্রেন চালু করা নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে রেল মন্ত্রকের কাছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোন উত্তর পাওয়া যায়নি আগামী এক মাসের মধ্যে যদি কোন রকম পদক্ষেপ রেল কর্তৃপক্ষ না নেয়, তাহলে শান্তিপূর্ণভাবে আন্দোলনের পথ বেছে নেবে মুর্শিদাবাদ বাসী। এমনকি অনশনের পথেও যেতে পারে তারা।

Advertisements