নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। কিন্তু এই আক্রান্তের সংখ্যা বাড়লেও সচেতনতার অভাবে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে বহু মানুষের অনীহা রয়েছে। যে কারণে ভ্যাকসিন প্রদানের যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এমত অবস্থায়তেই অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগ অনুযায়ী ভ্যাকসিন নিলে মহিলাদের সোনার নাকছাবি এবং পুরুষদের হ্যান্ড ব্লেন্ডার দেওয়া হচ্ছে। আগে হয়তো কখনো এমন উদ্যোগের কথা শুনে থাকবেন না।
ভ্যাকসিন নেওয়ার জন্য আমজনতাকে উৎসাহ প্রদান করার জন্য এমন সোনার গয়না প্রদানের উদ্যোগ নিয়েছে গুজরাতের রাজকোটের স্বর্ণকার সম্প্রদায়ের মানুষেরা। যেখানে তারা স্বেচ্ছায় একটি টিকাকরণ প্রদান কেন্দ্র চালু করেছেন। আর সেখানে ভ্যাকসিন নিলেই কোনো না কোনো সোনার গয়না উপহার পাচ্ছেন প্রত্যেকেই।
আমজনতাকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করার জন্য রাজকোটের এই স্বর্ণকার সম্প্রদায় যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের শুরুতেই আমজনতার ভিড় লক্ষ্য করা যায়। যার পর তাদের উদ্যোগ এবং অভিনব কৌশল ফলপ্রসূ বলেই তারা মনে করছেন। পাশাপাশি তাদের এমন উদ্যোগ নজিরও তৈরি করেছে দেশের সামনে।
#COVID19 | In a bid to encourage people to take vaccine, the goldsmith community in Gujarat's Rajkot are offering a nose-pin made of gold to women & hand blender to men getting inoculated at their vaccination camp
(Visuals from yesterday) pic.twitter.com/2YImKMs8Nh
— ANI (@ANI) April 4, 2021
[aaroporuntag]
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের মধ্যে থেকে হঠাৎ আবার পৌঁছে গেল ৯০ হাজারের বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতিতে টিকাকরণ প্রদানের লক্ষ্যমাত্রায় যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে দেশকে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরী এই করোনার দ্বিতীয় ঢেউকে রুখে দিতে।