সিম বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত মেসেজ এলে সতর্ক হোন

নিজস্ব প্রতিবেদন : Jio, Airtel, VI অথবা BSNL, আপনি যেকোন টেলিকম সংস্থার গ্রাহক হয়ে থাকুন না কেন, বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই সকল বহু গ্রাহকদের মোবাইল নম্বরে একটি মেসেজ আসছে। সঙ্গে একটি মোবাইল নম্বরও দেওয়া হচ্ছে। যে মেসেজে দাবি করা হচ্ছে, ‘তাদের সিম কার্ড বন্ধ হয়ে যাবে। আর তা রুখতে দ্রুত মেসেজে দেওয়া নম্বরে যেন গ্রাহকরা যোগাযোগ করেন।’

ঠিক এই ধরনের মেসেজ।

কিন্তু সাবধান! ওই মেসেজে দেওয়া নম্বরে ফোন করবেন না। পাশাপাশি ওই নম্বরে ভুল করে ফোন করা হলেও কোনো রকম ডকুমেন্ট সংক্রান্ত অথবা অন্য কোনো তথ্য যেন না দেওয়া হয়। এই সকল তথ্য দেওয়া হলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানানো হচ্ছে টেলিকম সংস্থাগুলির থেকে।

টেলিকম সংস্থাগুলির তরফ থেকে জানানো হয়েছে, “সিম কার্ড বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত কোন সমস্যা থাকলে কখনোই গ্রাহকদের ফোন করে ডকুমেন্ট চাওয়া হয় না অথবা ওটিপি চাওয়া হয় না। এমন কোন অসুবিধা থাকলে গ্রাহকদের নিকটবর্তী রিটেল স্টোর অথবা অথরাইজড স্টোরে দেখা করতে হবে। এগুলি সবই এক একটা নতুন ফন্দি।”

একই রকম ঘটনা ঘটছে Airtel Payment Bank গ্রাহকদের ক্ষেত্রেও। তাদেরও KYC আপডেট করানোর নামে ফোন অথবা মেসেজ করা হচ্ছে। এই ক্ষেত্রেও সতর্ক থাকার জন্য পুলিশের তরফ থেকে সাবধান বাণী দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে সেই সাবধান বাণী তারা দিন কয়েক আগেই টুইট করে সকলকে জ্ঞাত করেছেন।