গরম থেকে কবে মুক্তি দেবে কালবৈশাখী, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছরের মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদ লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়চড়িয়ে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। পথে বেরোলেই হাঁসফাঁস অবস্থা হয়ে দাঁড়াচ্ছে পথচলতি মানুষদের। অথচ এখনো পর্যন্ত কোনো রকম কালবৈশাখী অথবা বৃষ্টির দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে প্রত্যেকেই বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন।

যদিও বৃষ্টি নিয়ে দক্ষিণবঙ্গের জন্য কোনরকম সুখবর দিতে পারল না হাওয়া অফিস। গ্রীষ্মের চওড়া ব্যাটিংয়ে প্রতিদিন সকাল থেকেই কড়া রোদ নজরে আসতে লক্ষ্য করা যাচ্ছে। এই তীব্র রোদের পাশাপাশি আবার আদ্রতাজনিত পরিস্থিতি আরও অস্বস্তিকর করে তুলছে। দুয়ে নিলে স্বাভাবিকভাবে হাঁসফাঁস অবস্থা হয়ে দাঁড়াচ্ছে আমজনতার।

অন্যদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের হাঁসফাঁস অবস্থা হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে। রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী কাল এই সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যদিও মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম।

এদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য এখনো পর্যন্ত কোনো রকম সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। এমনকি গত কালকের তুলনায় রবিবার তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃষ্টির সম্ভাবনা যেমন নেই ঠিক তেমনি আবার কালবৈশাখী সম্পর্কেও কোন সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। যে কারণে সাময়িক ভাবে স্বস্তি মেলার কোন সম্ভাবনাও আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এমন অবস্থায় চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে, রাস্তায় বের হওয়ার সময় পথচলতি মানুষদের যথোপযুক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।