বৃষ্টির ভ্রুকুটি বাধা শীতে, কবে পড়বে জাঁকিয়ে, জানালো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক পরেই দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের (winter) আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তবে হঠাৎ সোমবার থেকে এই শীতের আমেজে বাধা তৈরি হয়, মূলত বৃষ্টির ভ্রুকুটি বাধা হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় কবে জাঁকিয়ে পড়বে শীত তার দিকেই তাকিয়ে রয়েছেন শীত প্রেমীরা।

Advertisements

Advertisements

আসলে চলতি বছর বাংলা জুড়ে বৃষ্টিতে (rain) বৃষ্টিতে নাজেহাল অবস্থা। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে জল পর্যন্ত নামেনি। তবে খাতায়-কলমে বিদায় নিয়েছে বর্ষা। খাতায়-কলমে বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না এই বৃষ্টি। হাওয়া অফিসের (weather report) পূর্বাভাস, আগামী দিন কয়েক রাজ্যের বেশকিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই নিম্নচাপের জন্যই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে নতুন করে বৃষ্টি দেখা যাবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতে এই নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে, এরফলেই আগামী দিন দুয়েক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রির মধ্যেই থাকবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। তবে শনিবার থেকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে ২০ ডিগ্রীতে চলে আসবে। পাশাপাশি দাপট বাড়াতে শুরু করবে উত্তর-পশ্চিম হওয়া। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে অনুমান করা হচ্ছে। আগামী সপ্তাহে এই সকল জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে।

Advertisements