ফের বঙ্গোপসাগরে ঘূর্ণবাত, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস একাধিক জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক আগেই ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। আর সেই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

Advertisements

Advertisements

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মধ্য পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। নতুন করে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Advertisements

এই ঘূর্ণাবর্তের প্রভাবে রবিবার এবং সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করা এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বাংলা ও ওড়িশা উপকূলে অবস্থান করবে। ফলে আরো একবার উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে রাজস্থানে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি একটি মৌসুমী অক্ষরেখা ভুবনেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। আর এই জলীয়বাষ্প ঢোকার সাথে সাথে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। আর এর প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়লেও রবিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে।

Advertisements