আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : দুদিন আগেই রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার পূর্বাভাস মতোই বেশ কতকগুলি জেলায় ঝড়-বৃষ্টির দেখা মিলেছে। পাশাপাশি দেখা মিলেছে শিলাবৃষ্টিরও। আর এই ঝড়-বৃষ্টির পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস। জোড়া ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বিহার ও বাংলাদেশের আলাদা আলাদা করে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। আর এই জোড়া ঘূর্ণাবর্তের কারণে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এই জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। তার ফলেই তৈরি হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অল্পবিস্তর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঝড় বৃষ্টির পাশাপাশি এই সকল জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনাও দেখা দিয়েছে। অন্যদিকে কালবৈশাখী সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলায়।

তবে বারবার এই ঝড় বৃষ্টি হলেও গরম থেকে নিস্তার মিলছে না রাজ্যের বাসিন্দাদের। চলতি সপ্তাহে পর পর ঝড় বৃষ্টি হলেও শনিবার সকাল থেকে ফের গুমোট গরম রাজ্যজুড়ে। আর এই পরিস্থিতি বজায় থাকবে আগামী বেশ কয়েকদিন বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।