ফের টানা ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে টানা তিনদিন ঝড়-বৃষ্টি দেখেছে এরাজ্যের দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জেলাগুলি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাশাপাশি ছিল ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি। তবে দোলের আগের দিন থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। সপ্তাহের মাঝে অর্থাৎ বৃহস্পতিবার থেকে নতুন করে এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবারও টানা তিনদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরু হতে পারে বৃহস্পতিবার থেকে, আর নতুন করে শুরু হওয়া এই বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত।

সোমবার রাতে উত্তর পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটেছে। আর রাজ্য জুড়ে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবেন বুধবার থেকে বলে মনে করা হচ্ছে। বুধবার থেকে জম্মু-কাশ্মীর সহ উত্তর ও পশ্চিমে রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। আর এই বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের রাজ্যগুলিতে।

মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী কম। গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।