নিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টি, থামবে কবে! কি জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : হেমন্ত মাসেও নিম্নচাপের চোখ-রাঙানিতে নাজেহাল বঙ্গবাসীর। তিনদিন ধরে একনাগাড়ে চলছে বৃষ্টি, যার জেরে জেরবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা। দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, ২৪ পরগনার, বর্ধমানের মত জেলাগুলিতে এক মুহূর্তের জন্য বৃষ্টিকে থামতে দেখা যায়নি। আর সামনেই কালীপুজো, সবাই তাকিয়ে ঝলমলে আকাশের দিকে।

কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আজও একই রকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পরিস্থিতির উন্নতি হতে পারে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে। আর এই অসময়ে নিম্নচাপের জেরে বৃষ্টিতে তাপমাত্রার পারদ এক লাফে অনেকটাই নেমে গেছে।

তবে এরই মাঝে আশার আলো শুনিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে দুর্যোগ কাটার বার্তা দিয়েছে তারা। আর কালীপুজোয় ঝকঝকে আকাশের পূর্বাভাস রয়েছে। তবে রেহাই নেই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দুই জেলা মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে। তবে এই নিম্নচাপের জেরে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে দক্ষিণবঙ্গের আকাশে, যে কারণেই এই বৃষ্টি। অন্যদিকে নিম্নচাপ ঝাড়খণ্ডের সরে গেলেও দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড লাগোয়া জেলা বীরভূমের বিপত্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহবিদদের। কারণ বীরভূমের উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলির বেশিরভাগ জল আসে ঝাড়খন্ড থেকেই। দুর্গা পুজোর আগে যা দেখা গিয়েছিল, ঝাড়খন্ডে অতিবৃষ্টির কারণে বীরভূমের অনেক জায়গা প্লাবিত হয়েছিল।