নিজস্ব প্রতিবেদন : আশঙ্কাকে সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে (Cyclone)। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ঘূর্ণিঝড়ের চ্যাপ্টার শেষ করে এখন তা পরিণত হয়েছে তীব্র ঘূর্ণিঝড়ে (Severe Cyclone)। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মিগজাউম (Michaung)। সোমবার সকাল থেকেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সবচেয়ে বড় বিষয় হলো, এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার উপর না পড়লেও বৃষ্টিতে ভাসতে পারে ১১ জেলা বলে জানানো হচ্ছে।
হাওয়া অফিসের শেষ আপডেট থেকে জানা গিয়েছে, বর্তমানে এই তীব্র ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। সোমবার সকালে এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল পুদুচেরির পূর্ব ও উত্তর-পূর্বে ২০০ কিলোমিটার, চেন্নাইয়ের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ৯০ কিমি, নেল্লোরের দক্ষিণ-পূর্বে ১৭০ কিমি এবং মছিলিপত্তনমের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২০ দূরে। ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছেছে।
এই ঘূর্ণিঝড় মঙ্গলবার দুপুর বেলা ল্যান্ডফল করবে নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল করার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। তীব্র এই গতিবেগের কারণে লণ্ডভণ্ড হয়ে তাণ্ডব চালানোর সম্ভাবনার কথা কোনোভাবেই উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। অন্যদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই ৩ দিন পশ্চিমবঙ্গের ১১ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব সোমবার থেকেই লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঘূর্ণিঝড়টি যতই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ততই মেঘ জমা হতে শুরু করেছে দক্ষিণবঙ্গের আকাশে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। শুধু মেঘলা আকাশ নয়, মেঘলা আকাশের পাশাপাশি ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ৫ ডিসেম্বর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়। ৬ ডিসেম্বর অধিকাংশ জেলাতেই বৃষ্টি হতে পারে। অন্যদিকে ৭ ডিসেম্বর বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়।