নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপ (Depression) কাটতেই হালকা শীতের (Winter) অনুভূতি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। গত কয়েকদিন ধরে হালকা এই শীত অনুভূত হলেও সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। এর মূলে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain)। শীতের আগমনেও এই বৃষ্টির পূর্বাভাসে শীত বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইদানিং রাতের দিকে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় হালকা শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে গত কাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি লক্ষ্য করা যায়। আর এই বৃষ্টি আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী দুদিন বজায় থাকবে বলেই পূর্বাভাস অফিসের (Weather Report)।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন উত্তরবঙ্গ ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বিকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভব করা যাবে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে রূপান্তরিত হয়ে পশ্চিমের দিকে চলে যাবে। পাশাপাশি কেরল উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর ফলে মৌসুমি বায়ুর প্রভাব পড়বে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকাতেও মঙ্গলবার মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রী বেশি ছিল বলেও জানানো হয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রী সেলসিয়াস।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।