নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এই বাজারে সবচেয়ে জনপ্রিয় জায়গায় রয়েছে মার্ক জুকারবার্গের মেটার ফেসবুক (Facebook) এবং এলন মাস্কের টুইটার (Twitter)। অন্যান্য বিভিন্ন সংস্থা এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ নিয়ে এলেও তারা কোনভাবেই এই দুই সংস্থার ধারে কাছে আসতে পারছে না। আবার এই দুই সংস্থার সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যে অনবরত চলছে প্রতিদ্বন্দ্বিতা।
প্রতিদ্বন্দ্বিতার এই বাজারে সম্প্রতি টুইটার তাদের অ্যাপ ব্যবহারকারীদের জন্য নানান ধরনের নিয়ম চালু করছে। টুইটারে তরফ থেকে যে সকল নিয়ম চালু করা হচ্ছে সেই সকল নিয়ম বহু গ্রাহকের কাছেই অসন্তোষের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই মেটা (Meta) টুইটারের মতোই একটি প্ল্যাটফর্ম আনতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
মেটার তরফ থেকে নতুন যে প্ল্যাটফর্ম লঞ্চ করার কথা ঘোষণা করা হয়েছে তা ইতিমধ্যেই অ্যাপেল ষ্টোরের তালিকায় দেখা গিয়েছে। খুব সম্ভবত নতুন এই প্লাটফর্ম আগামী বৃহস্পতিবার লঞ্চ করা হতে পারে। মেটা যে নতুন প্ল্যাটফর্ম আনার জন্য প্রস্তুতি নিয়েছে তার নাম থ্রেডস (Threads)। নতুন এই প্লাটফর্মে আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার্সদের পেয়ে যাবেন। এটিই হলো নতুন এই প্লাটফর্মের সবচেয়ে বড় বিশেষত্ব। এছাড়াও instagram এর মতোই একই নাম রাখা যাবে বলেও জানা গিয়েছে।
মেটার তরফ থেকে নতুন যে প্ল্যাটফর্ম আনার ঘোষণা করা হয়েছে তার ফলে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে টুইটার। কেননা টুইটার এলোন মাস্কের হাতে আসার পর প্রথমেই ব্লু টিকের জন্য নির্দিষ্ট টাকা খরচের ঘোষণা করা হয় এবং তা কার্যকর করা হয়। এরপর আবার এখন টুইট পড়ার ক্ষেত্রেও সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার নাগরিকরা কখনোই এই ধরনের নিয়মের মধ্যে বাধ্য থাকতে চান না।
আগামী ৬ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নতুন এই প্ল্যাটফর্ম লঞ্চ হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এই প্ল্যাটফর্মের মধ্যে মেটা তার ব্যবহারকারীদের কি কি সুযোগ-সুবিধা দেয় তার দিকেই মুখিয়ে রয়েছেন অধিকাংশ সোশ্যাল মিডিয়া প্রেমীরা। কি রয়েছে তা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে জানা না গেলেও খুব তাড়াতাড়ি এই কৌতুহল দূর হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।