Weather Update: প্রতিবছরের মত চলতি বছরে পালিত হয়েছে মকর সংক্রান্তি উৎসব। তবে পিঠে পুলে পার্বণে যে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হয় তা চলতি বছরে উপভোগ করা যায়নি। অন্যদিকে জানুয়ারি মাস পড়তেও জমকালো শৈত্যের আমেজ পাচ্ছে না বাংলা। ফলেই প্রশ্ন উঠছে আর কতদিন শীতের আমেজ থাকবে বাংলায়? এই আবহেই এক আতঙ্কের খবর জানালো হাওয়া অফিস। সতর্ক না হলে হতে পারে বড় বিপদ।
১২ মাসে ৬টি ঋতু পরিবর্তন হয়। তবে ৬টি ঋতু পরিবর্তন হলেও প্রধানত আমরা ৪টি ঋতু অনুভব করতে পারি। আর তার মধ্যে অন্যতম হলো শীত ঋতু। যে ঋতুতে উপভোগ করা যায় হাড় কাঁপানো ঠান্ডা। শৈত্যের অবহে বিছানা ছাড়তে মন চায় না সাধারণ মানুষের। তবে চলতি বছরে তেমন জোরদার শীত আবহাওয়া (Weather Update) পায়নি বাঙালি। আর কতদিন থাকবে এই শীতের আমেজ? প্রশ্নের উঠতেই হাওয়া অফিস জানান দিল এক ভয়ঙ্কর বিপদের। কি সেই বিপদ?
মৌসম ভবন তরফে জানানো হয়েছে চলতি বছরে ঠান্ডা তেমন অনুভূত না হলেও অনুভূত হবে তীব্র তাপপ্রবাহ। চাঁদি ফাটা গরমে বাইরে বেরোনোর দায় হয়ে উঠবে। তৈরি হবে তীব্র অস্বস্তিকর পরিবেশ। মূলত এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে সারা দেশ জুড়ে। আর ঠিক তার মাঝামাঝি সময় থেকেই তীব্র তাপপ্রবাহে পুড়তে পারো গোটা দেশ। বাদ যাবে না বাংলাও। কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে?
আরও পড়ুন:Tectonic Plate Movements: টেকটনিক প্লেটে ফাটল, ভারতীয় মানচিত্র থেকে মুছে যেতে পারে এইসব রাজ্য
হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) ২০২৫এর এপ্রিল মাস থেকে শুরু হবে তাপমাত্রা বৃদ্ধি। আর ঠিক তার মধ্যবর্তী সময় থেকেই শুরু হবে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহে তাপমাত্রা পৌঁছবে ৪৫° সেলসিয়াসে। ১৫ই এপ্রিল থেকে ১৫ই মে ১ মাস গড় তাপমাত্রা অনুভূত হবে ৪০ থেকে ৪২° সেলসিয়াস। তার সাথে থাকবে ঘাম ও অস্বস্তি।
মৌসম ভবন সূত্রে খবর, গ্রীষ্ম ঋতু পড়ার আগে থেকেই জারি করা হয়েছে সতর্কতা। জানানো হয়েছে ২০২৫ সাল বিশ্বের তিনটি সর্বোচ্চ উষ্ণতম বছরের মধ্যে একটি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব বছরের তুলনায় আরো বেশি গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে চলতি বছরে। এই সময় বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে জনগণকে। তা না হলেই পড়তে পারে ভয়ঙ্কর পরিস্থিতিতে। তবে অন্যদিকে আবহাওয়া (Weather Update) সূত্রে খবর, শীত এখনই বিদায় নেবে না। আরো বেশ কিছুদিন শীতের আমেজ উপভোগ করতে পারবেন জনগণ।